বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

হোসেনপুরে জাটকা জব্দ, জরিমানা

হোসেনপুরে জাটকা জব্দ, জরিমানা

হোসেনপুর (কিশোরগঞ্জ), ১৬ সেপ্টেম্বর, এবিনিউজ : কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ইলিশের ২ কেজি ৮০০ গ্রাম জাটকামাছ জব্দ ও ১ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে উপজেলার স্থানীয় রামপুর বাজার থেকে জাটকাসহ মাছবিক্রেতা মো. কাঞ্চন মিয়াকে আটক করেন জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম।

পরে হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন এর কার্যালয়ে তাকে হাজির করা হয়। এ সময় দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন জাটকামাছ জব্দসহ অর্থদ- দিয়ে ১ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এ সময় উপস্থিত ছিলেন-ভারপ্রাপ্ত উপজেলা মৎস্য কর্মকর্তা নজরুল ইসলাম। জরিমানাপ্রাপ্ত মাছ বিক্রেতা হলেন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নন্দীপাড়া এলাকার মো. কাদির মিয়ার ছেলে কাঞ্চন মিয়া।

জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় এসময়ে ইলিশের জাটকা পরিবহন, মুজুদ ও বিক্রয় করা সস্পূর্ণ নিষিদ্ধ। আর তাই এ অভিযান চালানো হচ্ছে।

এবিএন/খায়রুল ইসলাম/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত