বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • শ্রীমঙ্গলে মাহিন্দ্রা টু হুইলার্স সপ্তডিঙ্গা শো- রুম উদ্ধোধন

শ্রীমঙ্গলে মাহিন্দ্রা টু হুইলার্স সপ্তডিঙ্গা শো- রুম উদ্ধোধন

শ্রীমঙ্গলে মাহিন্দ্রা টু হুইলার্স সপ্তডিঙ্গা শো- রুম উদ্ধোধন

শ্রীমঙ্গল, ১৬ অক্টোবর, এবিনিউজ : শ্রীমঙ্গলে আফতাব অটোমোবাইলস লিমিটেডের মাহিন্দ্রা টু হুইলার্স মোটরসাইকেল এর শো- রুম সপ্তডিঙ্গা সরবরাহ এর শুভ উদ্ধোধন হয়েছে। আজ সোমবার বিকেলে শহরের মৌলভীবাজার সড়কে এই শো- রুমের উদ্ধোধন করেন আফতাব অটোমোবাইলস লিমিটেডের হেড অব সেলস মোহাম্মদ আবু হানিফ। এ সময় উপস্হিত ছিলেন কোম্পানির রিজিওনাল সেলস ম্যানেজার রানা কুমার সিনহা, সপ্তডিঙ্গা সরবরাহের স্বত্বাধিকারী আবু সুলতান মোহাম্মদ ইদ্রিস ( লেদু), আবু জাফর মোহাম্মদ খালেদ, আবু সিদ্দিক মোহাম্মদ মুসা, ন্যাশনাল ব্যাংকের ব্যবস্হাপক বনমালি রায়, প্রাইম ব্যাংকের ব্যবস্হাপক কামরুল হুসেন ফাত্তাহ প্রমুখ। এর আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন সপ্তডিঙ্গা সরবরাহের স্বত্তাধিকারি আবু সুলতান মোহাম্মদ ইদ্রিস।

এবিএন/আতাউর রহমান কাজল/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত