শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • মানিকগঞ্জে সা‌ড়ে ৩ মাস পর কবর থেকে কৃষকের লাশ উত্তোলন

মানিকগঞ্জে সা‌ড়ে ৩ মাস পর কবর থেকে কৃষকের লাশ উত্তোলন

মানিকগঞ্জে সা‌ড়ে ৩ মাস পর কবর থেকে কৃষকের লাশ উত্তোলন

মা‌নিকগঞ্জ, ১৬ সেপ্টেম্বর, এবিনিউজ : মানিকগঞ্জ সদর উপজেলায় মারা যাওয়ার প্রায় সাড়ে ৩ মাস পর কবর থেকে বারেক মিয়ার নামে এক কৃষকের মরদেহ উত্তোলন করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের জাগির দিঘুলিয়া এলাকায় ময়নাতদন্ত প্রতিবেদনের জন্যে কবর থেকে বা‌রে‌কের মরদেহটি উত্তোলন করা হয়। বারেক ওই এলাকার আব্দুর রশিদের ছেলে।

জানা গে‌ছে, বা‌রে‌কের তার বাবা আব্দুর রশিদের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ ছিলো। সংসার জীবনে বারেক দুই কন্যা সন্তানের জনক হওয়ায় তাকে পৈত্রিক ওয়ারিশ থেকে বঞ্চিত করা হবে বলে তার বাবা সবাই‌কে জা‌নি‌য়ে‌ছি‌লো। এরপর চলতি বছরের ৩ জুলাই বা‌ড়ির পা‌শে ধান ক্ষেতের পাশের একটি মেশিন ঘরে বারেকের মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। সে সময় তা‌কে হত্যা করা হ‌য়ে‌ছে অভি‌যোগ উঠ‌লেও পরে সামাজিকভাবে বিষয়‌টি মীমাংসা করে মরদেহ দাফন করা হয়। মীমাংসায় আব্দুর রশিদ তার ছেলে বা‌রে‌কের প্রাপ্য ৭২ শতাংশ জমি ছেলের বউ সেলিনা বেগমকে দলিল করে দিয়ে দেয়। এর কিছুদিন পরে সেলিনা তার কাছ থেকে জোর করে ৭২ শতাংশ জমি নেওয়া হয়েছে উল্লেখ করে জমি গুলোর দলিল বাতিলের জন্য মামলা করেন আব্দুর রশিদ। মামলা সংশ্লিষ্ট কাগজ সেলিনা বরাবর গেলে তিনি মামলার বিষয়ে নিশ্চিত হন।

এরপর সেলিনা বাদী হয়ে তার স্বামী বারেককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে আদালতে মামলা করে। পরে আদালতের নির্দেশে ময়নাতদন্ত প্রতিবেদনের জন্যে মরদেহটি উত্তোলন করে মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ‌বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে জানায়, আদালতের নির্দেশে ময়নাতদন্ত প্রতিবেদনের জন্যে মারা যাওয়ার প্রায় সাড়ে ৩ মাস পর কবর থেকে বারেক মিয়ার মরদেহ উত্তোলন করে মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হ‌য়ে‌ছে।

এবিএন/সো‌হেল রানা খান/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত