শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

লক্ষ্মীপুরে বিশ্ব খাদ্য দিবস পালিত

লক্ষ্মীপুরে বিশ্ব খাদ্য দিবস পালিত

লক্ষ্মীপুর, ১৬ সেপ্টেম্বর, এবিনিউজ : অভিবাসনের ভবিষ্যৎ বদলে দাও খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ উন্নয়নে বিনিয়োগ বাড়াও এমন স্লোগান কে সঙ্গে নিয়ে আজ সোমবার বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ড: মো: সফি উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মীর শওকত হোসেন।

বিশেষ অতিথি ছিলেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা নয়ন জৈাতি চাকমা, জেলা তথ্য অফিসার আবদুল্লাহ আল মামুন। বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার ওমর ফারুক,লক্ষ্মীপুর সদর উপজেলা খাদ্য পরিদর্শক মাইন উদ্দিন, উপসহকারী কৃষি কর্মকর্তা খোরশেদ আলম, রাজু আহমেদ, জয়নাল আবেদীন প্রমুখ। এসময় বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এবিএন/আবীর আকাশ/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত