![কুয়েতে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৫ বাংলাদেশির মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/17/kuwait-fire-bd-dead_105674.jpg)
মৌলভীবাজার, ১৭ অক্টোবর, এবিনিউজ : কুয়েতে অগ্নিকাণ্ডে বাংলাদেশি একটি পরিবারের মা, ছেলে, মেয়েসহ ৫ জন মারা গেছেন।
নিহতরা সবাই মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কান্দিগাও গ্রামের বাসিন্দা।
অগ্নিকাণ্ডে নিহতরা হলেন জুনেদ মিয়ার স্ত্রী রোকেয়া বেগম, দুই ছেলে এমা ও ফাহাদ এবং দুই মেয়ে জামিলা ও নাবিলা।
সোমবার দুপুরে কুয়েতের সালমিয়াহ এলাকার একটি অ্যাপার্টমেন্ট ভবনের অগ্নিকাণ্ডে ৫ জন নিহত হওয়ার খবর দিয়েছে কুয়েত নিউজ এজেন্সি।
তাদের প্রতিবেদনে নিহতদের এশীয় একটি পরিবারের সদস্য উল্লেখ করা হয়েছে।
কুয়েত প্রবাসীদের কাছ থেকে কমলগঞ্জের কান্দিগাও গ্রামে স্বজনদের কাছে ছেলে-মেয়েদেরসহ রোকেয়ার মৃত্যুর খবর আসে।
কান্দিগাও গ্রামে জুনেদের পাশের বাড়ির বাসিন্দা মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন বলেন, অগ্নিকাণ্ডের সময় জুনেদ বাইরে ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি সবাইকে মৃত দেখে জ্ঞান হারিয়ে ফেলেন।
লাশ ৫টি কুয়েতের মোবারক আল কাবির হাসপাতালে রয়েছে।
প্রতিবেশী জয়নাল জানান, গ্রামের বাড়িতে জুনেদের বৃদ্ধ মা ছাড়া আর কেউ নেই। জুনেদের অন্য দুই ভাইয়ের মধ্যে এক ভাই জুবের সপরিবারে আমেরিকা এবং অন্য ভাই সোয়েব সপরিবারে লন্ডন থাকেন।
খবরের সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল হান্নান বলেন, গ্রামের বাড়িতে জুনেদ মিয়ার বৃদ্ধা মা ছাড়াও আত্মীয় রয়েছেন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহমুদুল হক এ দুর্ঘটনার খবরের সত্যতা নিশ্চিত করেন।
এবিএন/সাদিক/জসিম/এসএ