
ঢাকা, ১৭ সেপ্টেম্বর, এবিনিউজ : ভাগ্যগননা বা রাশিফল কোন সঠিক সিদ্ধান্ত বা দাবী নয়। ঠিক ঠিক এমন কিছুই ঘটবে অথবা ফলপ্রসু হবে তেমন গ্যারান্টিও দেয়না রাশিফলের পুর্বাভাস। মনে রাখবেন, সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।
আজ আপনার জন্মদিন হলে পাশ্চাত্য মতে আপনি তুলা রাশির জাতক/জাতিকা। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শনি ও শুক্র । ১৭ তারিখে জম্ম হবার কারনে আপনার ওপর শনির প্রভাব স্পষ্ট।
আপনার শুভ সংখ্যা: ৮,১৭,২৬। আপনার শুভ বর্ণ: সাদা ও নীল। শুভ গ্রহ ও বার: শনি ও শুক্র। শুভ রত্ন: হীরা ও নীলা। চন্দ্রের অবস্থান: আজ চন্দ্র সিংহ রাশিতে, দুপর ১:৫০ থেকে কন্যা রাশিতে অবস্থান করবে। ১৩শী তিথি রাত: ১২:২৪ পর্যন্ত পরে ১৪শী তিথি চলবে।
দ্বাদশ রাশির পূর্বাভাস:
মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল): দিনটি শিল্পীদের জন্য শুভ সম্ভাবনাময়। সৃজনশীল পেশার সাথে জড়িতদের দিনটি সাফল্যের। কর্মস্থলে কোনো ব্যক্তির সাহায্য পেতে পারেন। সন্তানের পড়াশোনা নিয়ে জাতিকারা ব্যস্ত থাকতে পারেন। দুপরের পরে কর্মস্থলে কোনো ঝামেলা দেখা দিতে পারে। বিদেশ সংক্রান্ত কাজে বাধা বিপত্তির আশঙ্কা। গোপন শত্রুতার শিকার হবেন। কোনো দ্রব্য হারিয়ে ফেলতে পারেন।
বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে): পারিবারিক কাজে ব্যস্ত থাকতে পারেন। মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। ভূমি আবাসন সংক্রান্ত কাজ-কর্মে ঝামেলা দেখা দিতে পারে। দুপরের পরে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কোনো দুঃশ্চিন্তা দেখা দেবে। প্রেম ও রোমান্সে বাধা বিপত্তি। সৃজনশীল পেশার সাথে জড়িতদের কর্ম ব্যস্ততা বাড়তে পারে। পরীক্ষার্থীরা ভালো করতে পারবেন।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন): গার্মেন্টস ব্যবসায় বিদেশ থেকে ভালো সংবাদ আসার সম্ভাবনা। বস্ত্র ও স্বর্ণালঙ্কার ব্যবসায় ভালো আয়ের যোগ রয়েছে। ছোট ভাই বোনের চাকরীর জন্য কোনো তদবির করতে পারেন। দুপরে আপনার প্রত্যাশা পূরণ হতে পরে। জমি ভূমি বা আবাশন সংক্রান্ত কাজে ব্যস্ততা বাড়বে। কোনো আত্মীয়র বাসায় বেড়াতে যেতে পারেন।
কর্কট রাশি (২১ জুন- ২০ জুলাই): আজ খুচরা ও পাইকারী ব্যবসায় আশানুরুপ আয়ের সম্ভাবনা রয়েছে। ব্যবসা বাণিজ্য সংক্রান্ত যোগাযোগ থেকে লাভবান হবেন। খাদ্য ও পানিয়ের ব্যবসায় ভালো লাভ হবে। বাড়ীতে আত্মীয় কুটুম্বর আগমনে কিছুটা ঝামেলায় পড়তে পারেন। ছোট ভাই বোনের সাথে দুপরে কোনো কথাকাটাকাটি হতে পারে। প্রতিবেশীর কোনো সমস্যায় আপনি জড়িয়ে যেতে পারেন। স্বর্ণালঙ্কার ব্যবসায় বিকালে ভালো আয় হবে।
সিংহ রাশি (২১ জুলাই- ২১ আগস্ট): আর্থিক দিক ও মানসিক দিক থেকে দিনটি মিশ্র যাবে। প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। কোনো ব্যবসায়ীক কাজে ভ্রমনের যোগ প্রবল। বৈদেশিক বাণিজ্যের সাথে জড়িতদের দিনটি বলবান। আজ যৌথ মূলধণী ব্যবসায় ভালো আয় হতে পারে। জীবন সাথীকে নিয়ে কোথাও বেড়াতে যেতে পারেন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর): আজ কন্যার জাতক জাতিকাদের ব্যয় বৃদ্ধি পাবে। সাংসারিক কারনে হটাৎ কিছু অর্থ ব্যয় হয়ে যেতে পারে। বিদেশ যাত্রা বা বিদেশ ভ্রমনে ভালো আয়ের সম্ভাবনা রয়েছে। ট্রাভেল এজেন্সী ব্যবসায় আজ ব্যস্ততা বাড়বে। দুপরের পরে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২১ অক্টোবর): বড় ভাই বোনের প্রতিক্রিয়াশীল আচরনে কষ্ট পেতে পারেন। আমদানী রপ্তাণী ব্যবসা বাণিজ্যে ভালো আয়ের সম্ভাবনা। ঠিকাদারী প্রতিষ্ঠানের বকেয়া বিল আদায়ের যোগ রয়েছে। আউটসোর্সিং কাজের জন্য বিদেশ থেকে অর্থ পেতে পারেন। প্রভাবশালী বন্ধুর সহায্য আশা করা যায়। দুপরের পরে ব্যয় বৃদ্ধিপেতে পারে। বিকালে বিদেশ সংক্রান্ত কাজে সফল হবেন। প্রবাসীদের দিনের শেষ ভাগটা শুভ।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর – ২০ নভেম্বর): চাকরীজীবীদের কর্মস্থলে পদোন্নতি বা নতুন চাকরী লাভের সম্ভাবনা প্রবল। সরকারী চাকরী প্রত্যাশীদের চাকরী সংক্রান্ত বিষয়ে কোনো রহস্যজনক ঘটনা ঘটতে পারে। ঠিকাদারী ব্যবসায় দুপরের পরে কোনো বিল আদায় করতে পারেন। ব্যবসায় বন্ধুর সাহায্য পেতে চলেছেন। চাকরীজীবীদের বকেয়া বিল আদায়ের যোগ প্রবল।
ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): আজ বৈদেশিক চাকরী সংক্রান্ত কোনো বিষয়ে ব্যস্ত থাকতে পারেন। বিশ্ব-বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষায় ব্যস্ত থাকতে চলেছেন। দিনের মধ্যভাগে কোনো শিক্ষক বা গুরুজনের সহায়তা আপনাকে সফল হতে সাহায্য করবে। দুপরে কর্মস্থলে কোনো ভালো ঘটনা ঘটবে। বিকালে রাজনৈতিক কাজ কর্মে সাফল্য পাবেন। ব্যবসায়ীক ক্ষেত্রে আপনার সুনাম সম্মান বৃদ্ধি পাবে।
মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারী): মকর রাশির জাতক জাতিকাদের ব্যাংক ঋণ বা ব্যক্তি ঋণের কিস্তি দেওয়ার চাপ বৃদ্ধি পাবে। আজ রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করুন। শেয়ার ব্যবসায়ী ও লটারী ব্যবসায়ীরা আজ লাভবান হবেন। দুপরের পরে বিদেশ যাত্রার যোগ বলবান। উচ্চ শিক্ষাথে বিদেশে যেতে পারেন। ধর্মীয় ও আধ্যাত্মীক কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারেন।
কুম্ভ রাশি (২১ জানুয়ারী -১৮ ফেব্রুয়ারী): আজ কুম্ভের জাতক জাতিকার ভুল বুঝাবুঝি এড়িয়ে চলতে হবে। ব্যবসায়ীক অংশিদারদের সাথে কোনো কারনে মনমালিন্য হতে পারে। বৈদেশিক পণ্যর ব্যবসায় ভালো লাভের আশা করা যায়। জীবন সাথীর সাথে কলহের সম্মূখীন হতে পারেন। বিকালের দিকে কোনো খারাপ সংবাদ পেতে পারেন। কোনো পাওনাদারের সাথে বিরোধ হতে পারে। ঋণ যোগ দেখা যায়।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারী – ২০ মার্চ): মীনের জাতক জাতিকাদেও মন-মেজাজ ভালো যাবে না। কর্মস্থলে সহকর্মীদের সাথে ভুল বুঝাবুঝির কারনে মন কিছুটা বিষন্ন হয়ে পড়বে। চাকরীজীবীদের দিনটি ভালো যাবে না। বিকালে ব্যবসায় কিছু আয় উন্নতি হতে পারে। দাম্পত্য কলহের শিকার হতে পারেন। খুচরা ব্যবসায় ভালো আয় হতে পারে।
এবিএন/মাইকেল/জসিম/এমসি