শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

ঝালকাঠিতে জনতার হাতে ডাকাত আটক: পুলিশে সোপর্দ

ঝালকাঠিতে জনতার হাতে ডাকাত আটক: পুলিশে সোপর্দ

ঝালকাঠি, ১৭ অক্টোবর, এবিনিউজ : ঝালকাঠি জেলার নলছিটিতে শাওন গাজী (২৩) নামের এক ডাকাত সদস্যকে আটক করেছে জনতা। গতকাল সোমবার রাত ১১টার দিকে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের দিঘিরপাড় এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জনতা তাকে হাতেনাতে ধরে ফেলে। এসময় গণধোলাই দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়। পরে আহত ডাকাত শাওনকে পুলিশ হেফাজতে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আটক শাওন গাজী বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ফিরোজ গাজীর ছেলে।

স্থানীয়রা জানায়, সোমবার রাত ১১টার দিকে ৫/৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল সিদ্ধকাঠি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন দিঘিরপাড় এলাকায় অবস্থান নেয়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ডাকাত সদস্যদের ঘিরে ফেলে। পরে ডাকাত দলের সদস্য শাওনকে আটক করলেও পালিয়ে যায় ডাকাত দলের অন্য সদস্যরা। আটকের সময় শাওন তার সঙ্গে থাকা একটি ব্যাগ দিঘির পানিতে ফেলে দেয়। স্থানীয়দের ধারণা, ওই ব্যাগে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ছিল।

নলছিটি থানার ওসি (তদন্ত) আব্দুল হালিম তালুকদার জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নলছিটি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। এমসয় র্ধৃত যুবককে জনতার হাত থেকে ছাড়িয়ে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তবে শাওন গাজী ডাকাত দলের সদস্য কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, গত শনিবার দিবাগত রাতে সিদ্ধকাঠি ইউনিয়নের জয়কলস গ্রামের মো. রুস্তুম মল্লিকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।

এবিএন/আজমীর হোসেন তালুকদার/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত