শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

লাউয়াছড়ায় যুক্ত হচ্ছে চিত্রা হরিণ

লাউয়াছড়ায় যুক্ত হচ্ছে চিত্রা হরিণ

শ্রীমঙ্গল, ১৭ অক্টোবর, এবিনিউজ : মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় পার্কে অন্যান্য বন্যপ্রানীর সাথে যুক্ত হচ্ছে চিত্রা হরিণ। পরীক্ষামুলকভাবে চিত্রা হরিণ ছাড়ার বিষয়ে পরিকল্পনা ও প্রাথমিক কার্যক্রম হাতে নেয়া হয়েছে। বন্যপ্রানী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের মৌলভীবাজার কার্যালয় সুত্র জানায়, সহকারি বন সংরক্ষক মো. তবিবুর রহমান লাউয়াছড়ায় চিত্রা হরিণ ছাড়ার বিষয়টি প্রথম চিন্তা- ভাবনা করেন এবং বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো- কে বিষয়টি অবহিত করলে তিনি এতে সম্মতি দেন।

সহকারি বন সংরক্ষক তবিবুর রহমান জানান, দেশের শ্রেষ্ঠ রেইন ফরেস্ট লাউয়াছড়া চিত্রা হরিণ বসবাসের উপযোগী। এখানে আগে থেকেই মায়া হরিণ বসবাস করছে। তিনি জানান, চিত্রা হরিণ বসবাসের জন্য লাউয়াছড়ায় সব উপাদান বিদ্যমান রয়েছে। লাউয়াছড়ার আবাসস্হল, খাদ্য, আবহাওয়া ও পরিবেশ চিত্রা হরিণের জন্য খুবই উপযোগী বলে জানালেন বন সংরক্ষক তবিবুর রহমান। পরিকল্পনা অনুযায়ী লাউয়াছড়ার জানকিছড়ায় রেসকিউ সেন্টার সংলগ্ন ৩০ শতক জায়গা নির্বাচন করা হয়েছে।

এ স্হানটি আপাতত পরীক্ষামুলকভাবে চিত্রা হরিণের আবাসস্হল হিসেবে গড়ে তোলা হবে এবং ২-৩ জোড়া চিত্রা হরিণ এখানে ছাড়া হবে। পরিক্ষামুলক চিত্রা হরিণের বসবাস সফল হলে পরে চিত্রা হরিণ লাউয়াছড়া জাতীয় পার্কের অভ্যন্তরে আনুষ্ঠানিক অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন সহকারি বন সংরক্ষক তবিবুর রহমান।

এবিএন/আতাউর রহমান কাজল/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত