![গোপালগঞ্জে বিশেষ অভিযানে আটক ২৬](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/17/gopalgong_abnews_105764.jpg)
গোপালগঞ্জ, ১৭ সেপ্টেম্বর, এবিনিউজ : গোপালগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক মামলার আসামিসহ ২৬ জনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।
গোপালগঞ্জ সদর থানার ওসি সেলিম রেজাসহ বিভিন্ন থানার ওসিরা জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।
এসব অভিযানে গোপালগঞ্জ সদর থানা পুলিশ ১১ জন, মুকসুদপুর থানা পুলিশ আটজন, টুঙ্গিপাড়া থানা পুলিশ মাদক মামলার আসামিসহ চারজন, কাশিয়ানী থানা পুলিশ দুজন ও কোটালীপাড়া থানা পুলিশ একজনকে আটক করে। আটক ব্যক্তিদের মঙ্গলবার বিকেলের মধ্যেই আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
এবিএন/লিয়াকত হোসেন লিংকন/জসিম/এমসি