![নরসিংদীতে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ভ্রাম্যমান আদালত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/17/arrest_abnews_105767.jpg)
নরসিংদী, ১৭ সেপ্টেম্বর, এবিনিউজ : নরসিংদীর দিলারপুর, করিমপুর ও কাউরিয়াপাড়া থেকে বিশেষ অভিযানের মাধ্যমে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ভ্রাম্যমান আদালত। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নরসিংদী কার্যালয়ের যৌথ উদ্যোগে উল্লেখিত স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সেলিম রেজা।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে আজ সকাল ৬টার দিকে সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নরসিংদী কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পরিদর্শক নাজমুল হোসেন খান ও সহকারী উপ-পরিদর্শক মো: জাকির হোসেন সঙ্গীয় ফোর্সসহ চরাঞ্চলে ভ্রাম্যমান আদালত নিয়ে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
অভিযানের সময় প্রথম সকাল ৬টার দিকে করিমপুরের মো: গণি মিয়ার ছেলে মো: বিল্লাল কে তার ঘর থেকে ১ কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়। পরে সকাল ৭টার দিকে দিলারপুর কান্দাপাড়ার মৃত. আক্কাস আলীর ছেলে নাজিম উদ্দিনকে তার ঘর থেকে প্রায় ২ কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়। সর্বশেষ সকাল সাড়ে ৯টার দিকে নরসিংদী শহরের কাউরিয়াপাড়ার বাউলপাড়া থেকে মো: ইউনুস মিয়ার ছেলে মো: ইব্রাহীম মিয়া ও হাফেজ মিয়ার ছেলে মো: ইব্রাহীমকে গ্রেফতার করা হয়। সে সময় তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নরসিংদী কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, গ্রেফতারকৃত সকলে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গ্রেফতারের পর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নাজিম উদ্দিনকে ১ বছর, মো: বিল্লালকে ৬ মাস, মো: ইব্রাহীম মিয়াকে ৬ মাস ও মো: ইব্রাহীমকে ৬ মাস করে কারাদন্ড দেয়া হয়েছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের এই অভিযান চলবে।
এবিএন/সুমন রায়/জসিম/এমসি