![“অপরূপা বান্দরবান” বইয়ের আত্মপ্রকাশ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/17/bandarban_abnews24_105774.jpg)
বান্দরবান, ১৭ অক্টোবর, এবিনিউজ : বান্দরবানে পর্যটন শিল্প বিকাশে “অপরূপা বান্দরবান” নামের বান্দরবান ব্রেন্ডিং বুক এর আত্মপ্রকাশ করা হয়েছে। এই উপলক্ষে আজ মঙ্গলবার বান্দরবান জেলা প্রশাসকের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে “অপরূপা বান্দরবান” নামের বান্দরবান ব্রেন্ডিং বুক উন্মোচন করা হয়।
বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিকের সভাপতিত্বে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, মো. শফিউল আলম, নেজারত ডেপুটি কালেক্টর মো. আলীনুর খান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার আজিজুর রহমান, রেণু দাস, মিকি মারমাসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
এসময় জেলা প্রশাসক বলেন, বান্দরবান প্রাকৃতিক সৌন্দর্য ও জনবৈচিত্রের ভরা পর্বতময় এ জেলাকে অন্য অঞ্চল থেকে বৈশিষ্টমন্ডিত করেছে। এ পর্বতময় অঞ্চলকে ঘিরে বাস করে ভিন্ন ভাষাভাষীর ১১টি ক্ষুদ্র-নৃ-গোষ্ঠির মানুষ। প্রকৃতিক সম্পদের বৈচিত্রময়তার কারণে এখানকার সংস্কৃতি ও জীবনধারা পর্যটকদের আকৃষ্ট করেছে শতগুণে। তাই বান্দরবানের পর্যটন স্পটগুলোকে আধুনিকায়নের পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে কাজ করে যাচ্ছে জেলা প্রশাসন ও নিরাপত্তা রক্ষাকারী সংস্থাগুলো।
এবিএন/মোহাম্মদ আব্দুর রহিম/জসিম/তোহা