শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

নরসিংদীর পলাশে চায়না প্রতিষ্ঠানে ডাকাতি

নরসিংদীর পলাশে চায়না প্রতিষ্ঠানে ডাকাতি

নরসিংদী, ১৭ সেপ্টেম্বর, এবিনিউজ : নরসিংদীর পলাশে সিন ওয়ান ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি লিমিটেড নামক একটি চায়না প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনা ঘটেছে। সেসময় ডাকাতরা প্রজেক্টের ৮ লাখ টাকা লুট করে নিয়ে যায়। ডাকাতদের অস্ত্রের আঘাতে আহত হয়েছে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সহ আটজন। গতকাল সোমবার রাতে উপজেলার ফুলবাড়িয়া নামক এলাকায় অবস্থিত ওই চায়না প্রতিষ্ঠানটিতে এ ঘটনা ঘটে।

প্রতিষ্ঠানের হিসাব রক্ষক মোঃ মিরাজ হোসেন জানান, গতকাল সোমবার রাত আনুমানিক ২ টার সময় ২০ থেকে ২৫ জনের একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে ফ্যাক্টরিতে প্রবেশ করে। এসময় তারা ফ্যাক্টরির নিরাপত্তা কর্মীদের গাছের সঙ্গে বেধে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে ফ্যাক্টরিতে থাকা আলমারীর লকার ভেঙে নগদ ৮ লাখ টাকা লুট করে নিয়ে যায়।

ডাকাতদের বাধা দিতে গেলে ডাকাতদের হামলায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইনইয়াংসিং ও ব্যবস্থাপনা পরিচালক লিসেনসহ ছয়জন চাইনিজ ও দুইজন বাঙ্গালী নিরাপত্তাকর্মী আহত হয়। পরে আহত অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করা হয়।

এদিকে আজ মঙ্গলবার দুপরে ঘটনাস্থল পরিদর্শন করেন, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আলম।

ঘটনার সত্যতা স্বীকার করে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় প্রতিষ্ঠান থেকে একটি মামলা নেওয়া হয়েছে। ডাকাতির ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত আটক করে আইনের আওতায় নেওয়া হবে।

এবিএন/সুমন রায়/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত