শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

গঙ্গাচড়ায় নকল সার কোম্পানী জব্দ

গঙ্গাচড়ায় নকল সার কোম্পানী জব্দ

গঙ্গাচড়া (রংপুর), ১৭ অক্টোবর, এবিনিউজ : রংপুরের গঙ্গাচড়ায় গতকাল সোমবার রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সারসহ কারখানার যন্ত্রাংশ জব্দ করেছে থানা পুলিশ। তবে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

জানা যায়, উপজেলার গঙ্গাচড়া ইউনিয়নের আরাজীনিয়ামত গ্রামের মজিবুর রহমান সরকারের পুত্র আবু হাসান চঞ্চল মিয়া কিছুদিন ধরে তার বাড়ীতে নকল সার কারখানা স্থাপন করে বিভিন্ন প্রকার নকল রাসায়নিক সার ও ফসলের ভিটামিন জাতীয় ঔষুধ উৎপাদন করে গোপনে বিক্রি করে কৃষকের সঙ্গে প্রতারণা করে আসছে।

গোপন সংবাদের ভিত্তিতে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ জিন্নাত আলী সোমবার রাতে অভিযান চালিয়ে সার তৈরীর যন্ত্রপাতিসহ বিভিন্ন প্রকার নকল রাসায়নিক পদার্থ জব্দ করে থানায় নিয়ে আসে। সময় কারখানা মালিক চঞ্চলসহ কর্মচারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ জিন্নাত আলী জানান, নকল কারখানায় উৎপাদনকৃত মালামালসহ বিভিন্ন সারের তালিকা তৈরী করে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এবিএন/এস এম স্বপন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত