শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

লক্ষ্মীপুরে দলিল লেখক নিহত : অটোরিকশা ভাংচুর

লক্ষ্মীপুরে দলিল লেখক নিহত : অটোরিকশা ভাংচুর

লক্ষ্মীপুর, ১৭ সেপ্টেম্বর, এবিনিউজ : লক্ষ্মীপুরে ব্যাটারি চালিত অটোরিকশা ছাপায় হামিদ উল্লাহ (৭০) নামে এক প্রবীণ দলিল লেখকের মৃত্যু হয়েছে। আজ বিকেলে ‘সাব-রেজিষ্ট্রার’ অফিসে সামনে এ দুর্ঘটনা ঘটে।

দলিল লেখক হামিদ উল্লাহকে মূমুর্ষ অবস্থা উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত হামিদ উল্লাহ শহরের আবিরনগর গ্রামের মৃত এবাদত উল্লাহ ছেলে।

স্থানীয়রা জানায়, দলিল লেখক হামিদ উল্লাহ ‘সাব-রেজিষ্ট্রার অফিসের সামনে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী ব্যাটারি চালিত অটোরিকশা ছাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে তাঁর মৃত্যুর সংবাদ চতুর দিকে ছড়িয়ে পড়লে তাঁর সহপাঠী ও সহকর্মীরা বিক্ষুব্ধ হয়ে উঠে। এ সময় বিক্ষুব্ধরা সাব-রেজিষ্ট্রাট অফিসের সামনে একটি অটোরিকশা ভাংচুর করে এবং সড়কে যানচলাচল বন্ধ করে দেয়। এতে দক্ষিণ তেমুহনী থেকে বাজার পর্যন্ত তীব্র যানজোটের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

লক্ষ্মীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লোকমান হোসেন মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন, বিক্ষুব্ধদের অবরোধ তুলে দিয়ে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আনা হয়েছে।

এবিএন/আবীর আকাশ/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত