![কুলাউড়ায় দিনমজুরের ওপর হামলা: মামলা করে বিপাকে বাদি পরিবার](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/18/abnews-24.bbbbbbb_105945.jpg)
কুলাউড়া (মৌলভীবাজার), ১৮ অক্টোবর, এবিনিউজ : কুলাউড়া উপজেলার ভাটেরায় এক ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকে আসামী করে মামলা করে বিপাকে এখন বাদি পরিবার। নিরাপত্তাহীনতায় দিনানিপাত কাটাচ্ছেন তারা। শওকত আলী নামে আওয়ামীলীগ নেতা স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি। তার ও পরিবারের সদস্যের হামলায় গুরুতর আহত হয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ভাটেরার ইসলামনগর এলাকার মহরম আলী (৪৫) নামে এক নিরীহ ব্যক্তি। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের পর ৩ অক্টোবর মামলা রেকর্ড করা হলেও গ্রেপ্তার হয়নি ঐ মামলার কোন আসামী। প্রধান আসামী আওয়ামীলনেতা শওকত আলী উল্টো বাদির পরিবারকে মামলা প্রত্যাহারের জন্য প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছে বলে অভিযোগে জানা গেছে।
জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর গাছ কাটাকে কেন্দ্র করে শওকত আলী তার সহযোগীসহ হামলা চালায় নিরীহ মহরম আলী তার ভাই তরমুছ আলীর উপর। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মহরম আলীকে গুরুতর জখম করে। এব্যাপারে তার ভাই তরমুছ আলী বাদি হয়ে ভাটেরার কৃষœপুর এলাকার মৃত শরাফত আলীর পুত্র আওয়ামীলীগ নেতা শওকত আলীসহ ৬ জনকে আসামী করে ৩ অক্টোবর মামলা দায়ের করেন কুলাউড়া থানায়।
কিন্তু ঘটনার ১৯ দিনেও থানায় দায়ের করা রেকর্ড মামলার এজাহারভুক্ত আসামী গ্রেপ্তার না করায় তারা বাদির পরিবারকে হুমকি ধামকি দিয়ে আসছে।
ফলেবাদির পরিবার ভুগছে নিরাপত্তাহীনতায়। আসামীরা সরকারী দলের রাজনীতিকে সম্পৃক্ত থাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ালে পুলিশ তাদের গ্রেফÍার না করায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে বলে জানিয়েছেন মামলার বাদী তরমুছ আলীসহ এলাকার অনেকেই। এব্যাপারে মামলা তদন্তকারী কর্মকর্তা কুলাউড়া থানার এসআই ইয়াছিন আওয়ামীলীগ নেতা শওকত আসামী স্বীকার করলেও পলাতক বলে দাবী করেন। তবে স্থানীয়তা বলছেন শওকতসহ আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন।
এবিএন/ময়নুল হক পবন/জসিম/তোহা