![আগৈলঝাড়ায় শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/18/agailjhara logo_105946.jpg)
আগৈলঝাড়া (বরিশাল), ১৮ অক্টোবর, এবিনিউজ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ার আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সমন্বয়ক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাতের সভাপতিত্বে আলোচনা সভায় শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সদস্য মুক্তিযোদ্ধা আ. রইচ সেরনিয়াবাত, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, উপজেলা যুবলীগ সভাপতি মো. সাইদুল সরদার, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইক প্রমুখ।
পরে উপজেলা সদরের জামে মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
এবিএন/অপূর্ব লাল সরকার/জসিম/এমসি