আগৈলঝাড়া (বরিশাল), ১৮ অক্টোবর, এবিনিউজ : বরিশালের আগৈলঝাড়ায় ধর্ষণের অভিযোগ থেকে বাঁচার জন্য অবশেষে ধর্ষিতাকে বিয়ে করেছে ধর্ষক। গত সোমবার রাতে ধর্ষণের অভিযোগে আটকের পর গতকাল মঙ্গলবার দিনভর নানান নাটকীয়তার মধ্য দিয়ে অবশেষে গভীর রাতে এ বিয়ে সম্পন্ন হয়েছে।
স্থানীয়সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম গোয়াইল গ্রামের মৃত মজিদ শিকদারের কলেজ পড়–য়া মেয়েকে গৌরনদী উপজেলার উত্তর পালরদী গ্রামের মুকুল মিয়ার ছেলে কলেজ ছাত্র সাদ্দাম মিয়া সোমবার রাতে ধর্ষণ করে বলে ছাত্রী অভিযোগ করেন। এই অভিযোগের ভিত্তিতে সাদ্দামকে মারধর করে ওই বাড়িতে আটক রাখে।
এ ঘটনা নিয়ে গতকাল মঙ্গলবার ওই বাড়িতে এবং পরে রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদারের উপস্থিতিতে এক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশ বৈঠকে মেয়ে ও ছেলে পরিবারের লোকজনসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে গভীর রাতে উভয়পক্ষের সমঝোতায় থানা পুলিশের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়। বর্তমানে উভয়ে কন্যার পিত্রালয়ে অবস্থান করছে।
এবিএন/অপূর্ব লাল সরকার/জসিম/এমসি