শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

আগৈলঝাড়ায় তাল বীজ রোপন কর্মসূচী বাস্তবায়ন

আগৈলঝাড়ায় তাল বীজ রোপন কর্মসূচী বাস্তবায়ন

আগৈলঝাড়া (বরিশাল), ১৮ অক্টোবর, এবিনিউজ : ‘দূর্যোগ সহনীয় আবাস গড়ি, নিরাপদে বাস করি’ এই শ্লোগানকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাতের ক্ষতিরোধে বিশেষ কার্যক্রমের আওতায় উপজেলার গৈলা, রাজিহার, বাকালসহ ৩টি ইউনিয়নে তাল বীজ রোপন কর্মসূচীর উদ্বোধন ও বাস্তবায়িত হয়েছে।

গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে গৈলা ইউনিয়ন পরিষদের সহযোগিতায় তাল বীজ রোপন কর্মসূচী অনুষ্ঠান গৈলা মডেল ইউপি চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীমা আক্তার, ইউপি সচিব হুমায়ন কবির, ইউপি সদস্য সবুজ বেপারী, শফিকুল ইসলাম টিটু তালুকদার, পবিত্র রানী বাড়ৈ, সাবেক ছাত্রলীগ নেতা সবুজ আকন, এনজিও পরিচালক কাজল দাশ গুপ্তপ্রমুখ।

পরে ৫ নং ওয়ার্ডের সুজনকাঠী এলাকার রশিদ ফকিরের ব্রিজ হইতে রামেরবাজার পর্যন্ত একহাজার তালবীজ রোপন করা হয়। পর্যায়ক্রমে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে মোট দশ হাজার তাল বীজ রোপন করা হবে। একই দিন উপজেলার রাজিহার ইউনিয়নে তালবীজ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহম্মেদ রাসেল।

এ সময় রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বরসহ এলাকার বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন। আজ বুধবার সকালে বাকাল ইউনিয়নের বিভিন্ন সড়কে এ কর্মসূচী বাস্তবায়িত হয়েছে।

এবিএন/অপূর্ব লাল সরকার/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত