![কুলাউড়ায় ৫০ একর বনভূমি দখলমুক্ত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/18/abnews-24.bbbbbbbb_105949.jpg)
কুলাউড়া (মৌলভীবাজার), ১৮ অক্টোবর, এবিনিউজ : কুলাউড়ায় রিজার্ভ ফরেষ্টের জবরদখলীয় ৫০ একর বনভূমি দখলমুক্ত করেছে বন বিভাগ। আজ বুধবার দুপুরে কুলাউড়া রেঞ্জের ফানাই পুঞ্জির জাহাজমারা টিলায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় দখলের উদ্দেশ্যে গড়ে তোলা একটি ঘর উচ্ছেদ করা হয়। বন বিভাগ জানিয়েছে উদ্বারকৃত জমির মূল্য হবে কোটি টাকার উপরে।
বনবিভাগ জানায়, বন বিভাগের রির্জাভ ফরেষ্টের আওতাধীন মুরাইছড়া বিটের আওতাধীন ফানাই পুঞ্জির জাহাজমারা বনাঞ্চলের ৫০ একর বন ভূমি জবর দখল করে একটি চক্র। জায়গা দখলমুক্ত করতে গতকাল কুলাউড়া রেঞ্জ অফিসার আবুল কাশেম ভূইয়া,সহযোগী রেঞ্জ অফিসার রিয়াজ উদ্দিন,বরমচাল বিট কর্মকর্তা আহমদ আলী ও মুরাইছড়া বিট কর্মকর্তা মানিক রঞ্জন দে যৌথভাবে অভিযান পরিচালনা কর হয় ।
এসময় দখলকৃত স্থানে একটি ঘর উচ্ছেদ করা হয়। এব্যাপারে কুলাউড়া রেঞ্জ অফিসার আবুল কাশেম ভূইয়া জানান, পূর্বে বনাঞ্চল বিভিন্নভাবে বেদখল হয়েছে। কিন্তু ইদানিংকালে কোন দখল কার্যক্রম বরদাশত করা হবে না। তাই সম্প্রতি একটি চক্র বন বিভাগের ৫০ একর জায়গা দখলের চেষ্টা করলে গতকাল বন বিভাগ ঘর উচ্ছেদের মাধ্যমে ৫০ একর জায়গা জবরদখলমুক্ত করা হয়।
এবিএন/ময়নুল হক পবন/জসিম/তোহা