
ঢাকা, ১৮ অক্টোবর, এবিনিউজ : স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম খালেদা জিয়ার উদ্দেশ্যে বলেছেন, ‘তিন মাস লন্ডনে ছিলেন। সেখানে চক্রান্ত কী করলেন, তা মানুষ জানে। দেশে এসেছেন ভালো কথা। এখন দল গোছান। চক্রান্ত করবেন না।’ আজ বুধবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে শহীদ শেখ রাসেলের ৫৩তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মোহাম্মদ নাসিম এ কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে বিভিন্ন আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আইন তার নিজস্ব গতিতে চলবে। আইন সবার জন্য সমান। খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, ‘নির্বাচন ছেড়ে পালিয়ে যাবেন না। নির্বাচন যখন হবে, আপনারা আসবেন।’