বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • সরকারী দলের দুই শ্রমিক নেতার দুর্নীতির অভিযোগে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

সরকারী দলের দুই শ্রমিক নেতার দুর্নীতির অভিযোগে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

সরকারী দলের দুই শ্রমিক নেতার দুর্নীতির অভিযোগে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

মাদারীপুর, ১৮ অক্টোবর, এবিনিউজ : মাদারীপুর বিদ্যুৎ বিভাগ (ওয়েস্ট জোন পাওয়ার ডেভেলপমেন্ট কোং লি:, ওজেপাডিকো ) সিবিএ‘র সরকারী দলের দুই শ্রমিক নেতা একে অপরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ উত্থাপন করে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে।

আজ বুধবার সকাল ১০ টায় ওজেপাডিকো মাদারীপুর কার্যালয়ে কারিগরী কর্মচারীদের নিয়ে সংবাদ সম্মেলন করেন সিবিএর সাবেক নেতা জয়নাল আবেদিন। সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে তিনি জানান, সিবিএ নেতা এস এ মো. নাসিরউদ্দিন আকন, লাইনম্যান আবুল কালাম আজাদ ও মিটার রিডার গিয়াসউদ্দিন মোল্যা বিক্রয় ও বিতরণ বিভাগ ওজেপাডিকোং লি: মাদারীপুর দপ্তরের আওতাধীন অবৈধ মিটার স্থাপন, রিডিংসহ গ্রাহকের পুরানো মিটার গায়েব, বকেয়া পরিশোধ না করলেও নতুন মিটার সংযোগ, ভূয়া ভাউচারের মাধ্যমে কোম্পানির হাজার টাকা আত্মসাত, পিচরেট মিটার পাঠক ও বিল বিতরণকারীদের (মাস্টার রোল) কর্মচারীদের নিকট থেকে কমিশন আদায়সহ নানা অভিযোগ তুলে ধরেন।

তারা সংশ্লিস্ট সিবিএ নেতাদের বিরুদ্ধে নামসহ ২২ জন গ্রাহকের (নাম ঠিকানাসহ) মিটারের মাধ্যমে বিভিন্ন দুর্নীতির তথ্য তুলে ধরে তত্বাবধায়ক প্রকৌশলী বরাবরে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগের প্রেক্ষিতে গত ২৬ ফেব্ররুয়ারী তত্বাবধায়ক প্রকৌশলী নির্বাহী প্রকৌশলী জিএম মাহমুদ প্রধানকে আহবায়ক ও সহকারী প্রকৌশলী মো: দেলোয়ার হোসেনকে সদস্য করে দুই সদস্য বিশিস্ট তদন্ত কমিটি করে ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিলেও আজ পর্যন্ত তদন্তটি আলোর মুখ দেখেনি। এ ছাড়া তিনি শ্রমিক-কর্মচারীদের বিপুল অংকের টাকা আত্মসাৎ করেছেন। এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মস্তফা বেপারী, শফিকুল আলম, মস্তফা কামাল, শামীম আহমেদ, আবদুর রহিম, মারূফ হোসেন,ছানোয়ার হোসেন প্রমুখ।

একই দিন বেলা ১টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন কারেন জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ নেতা, সিবিএ সাধারণ সম্পাদক মো. নাসিরউদ্দিন আকন। তিনি অভিযোগ করেন, মাদারীপুর বিদ্যুৎ বিভাগের এলডিএ কাম কম্পিউটার অপারেটর জয়নাল আবেদিনের দাপটে অতীষ্ট মাদারীপুর বিদ্যুৎ অফিস। তিনি কাজ না করে বেতন ভাতা উত্তোলন করে সরকারের আর্থিক ক্ষতি সাধন করছেন। সরকারী বিধান অমান্য করে ঠিকাদারী করে বিভিন্ন অজুহাতে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন।

এ ছাড়া সোমবার সরকারী দলের একাংশের এই নেতা জয়নাল আবেদীন মাদারীপুর ওজেপাডিকো অফিসের নির্বাহী প্রকৌশলী কাওসার আহমেদ হাওলাদারকে হুমকী ও গালাগাল দিয়ে লাঞ্চিত করে। জয়নাল আবেদিন গত ১৪মে বিদ্যুৎ বিভাগের লাইন সাহায্যকারী এতোয়ার সেরানিয়াবাতকে ফিডার ইনচার্জ, সহকারী প্রকৌশলীর উপস্থিতিতে গালাগাল ও শারিরিকভাবে লাঞ্চিত করে।

এ ঘটনায় এতোয়ার সেরানিয়াবাত লিখিত অভিযোগ দিলে নির্বাহী প্রকৌশলী জয়নাল আবেদীনকে গত ১৫মে ১০ দিনের মধ্যে কারন দর্শানোসহ কৈফিয়ত তলব করলেও আদ্যাবধি সেই কৈফিয়তের জবাব দেয়নি জয়নাল আবেদিন।

এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি আজাদ মুন্সী, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, সিবিএ সভাপতি সলেমান শেখ, কার্যকরী সভাপতি গিয়াসউদ্দিন মোল্লা, আবুল কালাম, আবদুল কুদ্দুছ প্রমুখ।

এবিএন/সাব্বির হোসাইন আজিজ /জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত