বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

মা‌নিকগ‌ঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ৩৫

মা‌নিকগ‌ঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ৩৫

মা‌নিকগঞ্জ, ১৯ অক্টোবর, এবিনিউজ : মা‌নিকগ‌ঞ্জের সাটুরিয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩৫ যাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বালিয়াটী পশ্চিম বাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুঘটনার পর আহত যাত্রীদের স্থানীয়রা উদ্ধার করে সাটুরিয়া হাসপাতা‌লে নি‌য়ে গে‌লে ২৫ জন যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। ৮ জন কে হাসপাতা‌লে ভর্তি করা হয়েছে। অার গুরুতর অাহত ২ জনকে মানিকগঞ্জ সদর হসপিটালে রেফার্ড করা হয়েছে।

বিষয়টি বালিয়াটী ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান মো: রুহুল আমিন নিশ্চিত করেছে। জানা গে‌ছে, নাগড়পু‌রের পাকুটিয়া থেকে ঢাকা গামী এসবি লিংকের একটি যাত্রীবাহী বাস বালয়াটী পশ্চিম চালা এলাকায় এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাস নিয়ে রাস্তার পা‌শে খা‌দে পড়ে যায়। যাত্রীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে চি‌কিৎসার জন্য সাটু‌রিয়া হাসপাতা‌লে নি‌য়ে যায়। বাসে অন্তত ৩৫/৪০ জন যাত্রী ছিল। যাদের সবাই আহত হয়েছে।

সাটুরিয়া হাসপাতালের জুরুরী বিভাগের চিকিৎসক জানায়, বাসে দুর্ঘটনায় প্রায় ৩৫ জন যাত্রী আসে। আমরা ২০ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেই। গুরুতর আহত রোগী আসে ১০ জন। এদের মধ্যে ৮ জন কে ভর্তি করে ২ জনকে মানিকগঞ্জ সদর হসপিটালে রেফার্ড করা হয়।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো: আমিনুর রহমান জানায়, দুর্ঘটনার সা‌থে সা‌থে অামরা খবর পে‌য়ে‌ছি। চালক ও হেলপার কে আটক করার পক্রিয়া চলছে।

এবিএন/মো: সো‌হেল রানা খান/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত