বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • দীপাবলির আলোকসজ্জায় উদ্ভাসিত চিতলমারীর চারিদিক

দীপাবলির আলোকসজ্জায় উদ্ভাসিত চিতলমারীর চারিদিক

দীপাবলির আলোকসজ্জায় উদ্ভাসিত চিতলমারীর চারিদিক

বাগেরহাট, ১৯ অক্টোবর, এবিনিউজ : হেমন্তের শিশেরে শিক্ত ধরণীতল। মেঘ বিজড়িত আকাশ। সনাতন ধর্মমতে, অনুরিত শ্যামা মায়ের আগমনী বার্তা। করুণাময়ী মা আসছেন দৈন্য, দুঃখি ও নিপিড়িত সন্তানের মঙ্গল কামনায়। তাই শ্যামা দেবীর আরাধনায় ব্রতী আজ সকল হিন্দু সম্প্রদায়ের মানুষ। চারিদিকে রঙিন আলোয় উদ্ভাসিত দীপাবলির আলোকসজ্জায়।

আর প্রতিবছরের ন্যায় এবারও শ্যামা পূজা উপলক্ষে বাগেরহাটের চিতলমারী উপজেলা সেজেছে এক নতুন সাজে। পূজা উপলক্ষে সদর বাজারের কাপড়পট্টিতে গড়ে তোলা হয়েছে সুবিশাল আলোকসজ্জিত গেট। অপরদিকে সোজা গলিতে ফাইভ স্টার যুব সংঘ গড়েছে দৃষ্টি নন্দন এক আলোকিত মন্দির। দু’পক্ষের তরফ থেকে বিভিন্ন রঙিন বাতি দিয়ে সাজানো বাজারের দু’কিলোমিটার এলাকা। প্রায় এমননি সাজিয়েছেন আখড়াবাড়ি কালি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ। যা দেখতে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ দূর-দূরান্ত থেকে ছুটে আসেন এখানে।

এ ছাড়াও উপজেলার শ্রীরামপুর, ডুমুরিয়া, খড়িয়া-আরুলিায়, কালশিরা, সুড়িগাতী, খাশেরহাট, উমাজুড়ি, গরীবপুর, খলিশাখালী, বোয়ালিয়া, পাঙ্গাশিয়া ও ঝালডাঙ্গাসহ বিভিন্ন এলাকায় পারিবারিক ভাবে উদযাপিত হচ্ছে শ্যামা পূজা।

এ ব্যাপারে কাপড়পট্টি কালি পূজা উদযাপন কমিটির সভাপতি অলিপ সাহা কালা, আখড়াবাড়ি কালি পূজা উদযাপন কমিটির সভাপতি দেবাশিষ বিশ্বাস ও ফাইভ স্টার যুব সংঘের সভাপতি আনন্দ লাল দত্ত জানান, প্রতিবছর শ্যামা পূজা ও দীপাবলি উপলক্ষে সদর বাজারকে সাজানো হয় এক নতুন সাজে। যা দেখতে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ দূর-দূরান্ত থেকে ছুটে আসেন এখানে।

তবে বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক নির্মল চন্দ্র ভক্ত জানান, কালি পূজার আগের রাতে অমাবশ্যার তিথিতে পূর্ব পুরুষের আত্মার শান্তি কামনায় ‘ভূত চর্তুদশী’ পালন করা হয়। পরের দিন শুরু হয় শ্যামা মায়ের পূজা।

এবিএন/এস এস সাগর/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত