বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • সাবরেজিস্ট্রি অফিসে চাঁদাবাজি বরদাশ্ত করা হবে না: ফারুক আহাম্মেদ চৌধুরী

সাবরেজিস্ট্রি অফিসে চাঁদাবাজি বরদাশ্ত করা হবে না: ফারুক আহাম্মেদ চৌধুরী

সাবরেজিস্ট্রি অফিসে চাঁদাবাজি বরদাশ্ত করা হবে না: ফারুক আহাম্মেদ চৌধুরী

জামালপুর, ১৯ অক্টোবর, এবিনিউজ : জামালপুরের জেলা পরিষদের চেয়ারম্যান-জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী বলেছেন-সাবরেজিস্ট্রি অফিসে চাঁদাবাজি বরদাশÍ করা হবে না। জমির ক্রেতা-বিক্রেতাকে বেকায়দায় ফেলে এক শ্রেণির দলিল লেখকরা এমন জঘন্যতম কাজটি করে আসছেন। এতেই শেষ নয়, সাবরেজিস্ট্রারকে ম্যানেজ করে নামা জমিকে কান্দা এবং কান্দা জমিকে নামা দেখিয়ে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে আসছেন। এমন দুর্বলতার সুযোগকে কাজে লাগিয়ে রাজনৈতিক দলের ছত্রছায়া আরেক শ্রেণির মানুষ চাঁদাবাজির অপরাধের সাড়ে জড়িয়ে পড়ছেন। এ কালচার বন্ধ নাহলে কারোর জন্যই শোভনীয় নয়।

তিনি ১৯ অক্টোবর দুপুরে জামালপুরের মেলান্দহ সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। নবগঠিত কমিটির সভাপতি আলহাজ আমিনুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ একেএম হাবিবুর রহমান চাঁন, জেলা পরিষদের সদস্য আবু তাহের ঠিকাদার, উপজলো আ’লীগের সাধারণ সম্পাদক মো: জিন্নাহ, সাবেক পৌরমেয়র হাজী দিদার পাশা, নাংলা ইউপি চেয়ারম্যান মাহফুজুল হক মাফল, মমিনুল ফারাজী প্রমুখ।

এবিএন/মো: শাহ্ জামালা/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত