![রাজৈরে ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্রসহ ৩ ডাকাত আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/19/abnews-24.bbbbbb_106193.jpg)
মাদারীপুর, ১৯ অক্টোবর, এবিনিউজ : মাদারীপুরের রাজৈর উপজেলার চৌয়ারীবাড়ী এলাকা হইতে বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার সময় ডাকাতির প্রস্তুতি কালে গোপন সংবাদের ভিক্তিতে রাজৈর থানা পুলিশের একটি চৌকস দল অস্ত্র ও গুলিসহ আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, রাজৈর কোটালীপাড়া সড়কের চৌয়ারীবাড়ী এলাকা আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় ১৫/২০ সদস্য ডাকাতির প্রস্তুতি নিচ্ছে ,
গোপনে এ সংবাদ পেয়ে রাজৈর থানার অফিসার ইনচার্জ জিয়াউল মোর্শেদের নিদ্ধেশে এস আই জুবায়ের হোসেন ও এ এস আই আলী হোসেনের নেত্বতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে দেশীয় তৈয়রী একটি পাইপগান, দুই রাইন্ড কার্তুজ, দুইটি চাইনিছ কুরাল, দুইটি রামদাসহ ১. মোঃ সালাউদ্দিন বেপারী(২৫) পিতা মোঃ সেলিম বেপারী ২. মো. এবাদুল বেপারী(২৮) পিতা মৃতঃ রশিদ বেপারী উভয় সাং ভাটরা(কারিকরপাড়া) থানা মোকসেদপুর জেলা গোপালগঞ্জ ৩. মোঃ শওকাত বিশ্বাস(৩২) পিতা মৃত কাশেম বিশ্বাস সাং পচ্চিম রাজৈর থানা রাজৈর জেলা মাদারীপুরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এব্যাপারে রাজৈর থানার অফিসার ইনচার্জ জিয়াউল মোর্শেদ জানান, আন্ত:জেলা ডাকাত দলের ১৫/২০জন সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম তাদেরকে ধরতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ করে গুলি ছোরে। পুলিশ কৌশলে আগ্নে অস্ত্র ও দেশীও অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এদের বিরুদ্ধে অস্ত্র আইনে রাজৈর থানায় মামলা হয়েছে। ডাকাতের আরো সদস্য ধরার জন্য আদালতে রীমান্ড এর আবেদন করা হবে।
এবিএন/সাব্বির হোসাইন আজিজ/জসিম/তোহা