![স্বেচ্ছাসেবকলীগের পাল্টাপাল্টি কমিটি নিয়ে উত্তপ্ত কুলাউড়া](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/19/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_106249.jpg)
কুলাউড়া (মৌলভীবাজার), ১৯ অক্টোবর, এবিনিউজ : কুলাউড়ায় আওয়ামী সেচ্ছাসেবকলীগের একটি কমিটি থাকা অবস্থায় আরেকটি কমিটি ঘোষনাকে কেন্দ্র করে দু’পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে। নবগঠিত কমিটির নেতাকর্মী আনন্দ মিছিল বের করতে চাইলে অপরপক্ষ প্রতিহতের ঘোষনা দেয়। এ নিয়ে দু’পক্ষের মধ্যে টানটান উত্তেজনার সৃষ্টি হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। জোরদার করা হয় র্যাবের টহল। এ রিপোর্ট লেখা পর্যন্ত( বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা) উভয় পক্ষ সীমিত আকারে পথ সভা করে। তবে পরিস্থিতি মোকাবেলা করতে শহরে পুলিশ মোতায়েন রয়েছে। জানা যায়, ১৮ অক্টোবর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক রাব্বী কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আরেকটি কমিটি ঘোষনা করেন। কমিটিতে মোছাদ্দিক আহমদ নোমানকে সভাপতি ও এহসান আহমদ টিপুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।এই কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের ঘোষিত কমিটির নেতৃবৃন্দরা বিক্ষুব্ধ হয়ে যান।
এর আগে গত ২০ এপ্রিল কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ছয়ফুর রহমান ছয়ফুলকে সভাপতি এবং মাহবুবুর রহমান মান্নাকে সাধারণ সম্পাদক হিসাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানান স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্ত। জানা যায়, বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রিয় সভাপতি মো. আবু কায়সার এর উপস্থিতিতে কুলাউড়া উপজেলার সম্মেলন অনুষ্ঠিত হয় গত বছরের ১৯ নভেম্বর। ওইদিন সভাপতি ঘোষনা দেন প্রার্থীদের জীবন বৃত্তান্ত যাচাই বাচাই করে কিছুদিনের মধ্যে উপজেলা কমিটি অনুমোদন দেয়া হবে। সম্মেলনের ৫ মাস পর গত ২০ এপ্রিল স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্ত তাঁর ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নবগঠিত কমিটির সভাপতি ছয়ফুর রহমান ছয়ফুল এবং সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মান্নাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক ঘোষিত ওই কমিটি বিগত বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছিলো। এদিকে জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. নজমুল হক তাঁর ফেসবুক স্ট্যাটাসে জানান, তিনি সাধারণ সম্পাদক ঘোষিত ওই কমিটি সম্পর্কে কিছুই জানেন না।
এবিএন/ময়নুল হক পবন/জসিম/তোহা