বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
বৈরী আবহাওয়া

পাটুরিয়া দৌলতদিয়ায় লঞ্চ পারাপার বন্ধ

পাটুরিয়া দৌলতদিয়ায় লঞ্চ পারাপার বন্ধ

মা‌নিকগঞ্জ, ২০ অক্টোবর, এবিনিউজ : রাজধানীর সাথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ টি জেলার যোগাযোগের অন্যতম মাধ্যম পাটু‌রিয়া দৌলত‌দিয়া নৌ রুট।বৈরী আবহাওয়ার কারণে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে শুক্রবার দুপুর সাড়ে ১২টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে ফেরি চলাচল।

বিআইডব্লিউটিএর পরিচালক (নৌ-ট্রাফিক) ফরিদ হোসেন জানায়, সাগরে নিম্নচাপের প্রভাবে সকাল থেকেই বাতাসসহ বৃষ্টিপাত হচ্ছে। এ কারণে নদীতে ঢেউয়ের সৃষ্টি হয়েছে। তাই দুর্ঘটনা এড়াতে দুপুর সাড়ে ১২টা থেকে লঞ্চ চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়। আবহাওয়ার পরিস্থিতি ভালো হলে পুনরায় লঞ্চ চলাচল শুরু হবে।

এদিকে, লঞ্চ চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন অনেক যাত্রী। তবে বিকল্প হিসেবে তারা ফেরিতে পারাপার হচ্ছে।

বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানায়, বৃষ্টির কারণে ফেরি ঘাটে লোড-আনলোডে সমস্যা হচ্ছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে বর্তমানে ছোট বড় ১৪টি ফেরি চলাচল করছে। দুই পাড়ে পারের অপেক্ষায় আটকা পড়েছে তিন শতাধিক যানবাহন।

এবিএন/মো: সো‌হেল রানা খান/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত