সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo

বৃহস্পতিবারের রাশিফল

বৃহস্পতিবারের রাশিফল

ঢাকা, ১৯ অক্টোবর, এবিনিউজ : নিজের ভাগ্য বা ভবিষ্যৎ সম্পর্কে জানার আগ্রহ মানুষের সেই প্রাচীনকাল থেকেই। এ জানার অদম্য ইচ্ছার কারণেই জ্যোতিষশাস্ত্রের জন্ম। জ্যোতিষবিদ্যার রয়েছে অনেকগুলো পদ্ধতি। এর মধ্য নিউমারলজি বা সংখ্যা-জ্যোতিষ অন্যতম। এ পদ্ধতিতে জন্ম তারিখ, রাশির ভর সংখ্যা ও বছর বা দিনের নির্দিষ্ট সংখ্যা ইত্যাদি বিশেষ নিয়মে হিসাব করে ভাগ্যফল নির্ণয় করা হয়। যারা বিশ্বাসী তারা নিজের জীবনের সাথে মনে মনে মিলিয়ে দেখে। যারা অবিশ্বাসী তারা পড়ার পর ভুলে যাই। তবে জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাস-অবিশ্বাস যাই থাকুক না কেন, নিজের ভবিষ্যতটা কিন্তু জানতে চান সবাই। তবে বর্তমানে জীবনে সবচাইতে গুরত্বপূর্ণ বিষয়টা কি? আপনার জন্য কিসের গুরত্ব সবচাইতে বেশি? প্রিয়জন, পরিবার, সম্পত্তি, নাকি ক্যারিয়ার? আবার অনেকেই প্রেমের গুরত্ব দিয়ে থাকেন অনেক বেশি।

কিন্তু এটাও সত্যি যে নির্দিষ্ট একটা বয়সে মানুষের চিন্তার অনেকটা জুড়ে থাকে তার ক্যারিয়ারের চিন্তা। নিজের পছন্দের কাজে সন্তুষ্টি এবং সাফল্য লাভ করতে পারেন অনেকেই। আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।

ভাগ্যগননা বা রাশিফল কোন সঠিক সিদ্ধান্ত বা দাবী নয়। ঠিক ঠিক এমন কিছুই ঘটবে অথবা ফলপ্রসু হবে তেমন গ্যারান্টিও দেয়না রাশিফলের পুর্বাভাস।

মনে রাখবেন, সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।

আজ আপনার জন্ম হলে পাশ্চাত্য মতে আপনি তুলা রাশির জাতক জাতিকা। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: রবি ও শুক্র। ১৯ তারিখে জন্ম হবার কারনে আপনার উপর রবির প্রভাব প্রবল। আপনার শুভ সংখ্যা: ১,১০,১৯,২৮। শুভ বর্ণ: কমলা ও সাদা। শুভ বার ও গ্রহ: রবি ও শুক্র। শুভ রত্ন: রুবী ও হীরা। চন্দ্রের অবস্থান: আজ চন্দ্র কন্যা রাশিতে অবস্থান করবে, রাত:৮:৪২ থেকে তুলা রাশিতে অবস্থান করবে। অমাবস্যা তিথি রাত: ১২:১১ পর্যন্ত পরে প্রতিপদ তিথি চলবে।

মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল): সকাল থেকেই শরীর কিছুটা অসুস্থ হতে পারে। কোনো কারনে বারবার আতঙ্কীত হতে পারেন। কর্মস্থলে সহকর্মীর যোগসাজসে কোনো অশুভ ঘটনা ঘটতে চলেছে। প্রেমিক প্রেমিকারা আজ অকারনে কোনো ঝামেলায় জড়িয়ে যাবেন। আপনার অনৈতিক কর্মকান্ড ও সম্পর্ককে নিয়ন্ত্রনে আনার চেষ্টা করুন। কাজের লোকের কারনে আর্থিক ভাবে ক্ষতি গ্রস্ত হতে পারেন।

বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে): সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত হয়ে পড়বেন। বিদ্যার্থীদের পড়াশোনায় আগ্রহ কমে আসবে। ফেসবুক টুইটার আর ম্যাসেঞ্জারে বেশী সময় দেওয়ার কারনে পরীক্ষা খারাপ হতে পারে। কলেজ পড়–য়াদের প্রেমের যোগাযোগ শুভ, তবে কোনো বন্ধুর খলনায়কত্বের কারনে অঙ্কুরেই তা বিনষ্ট হবার আশঙ্কা প্রবল।

মিথুন রাশি (২১ মে – ২০ জুন): আজ আপনার প্রত্যাশা পূরণে বাধার সম্মূখীন হতে পারেন। গৃহ ভূমি আবাসন ব্যবসায়ীরা ভালো আয় করতে চলেছেন। মায়ের শরীর স্বাস্থ্য কিছুটা দূর্বল হতে পারে। কোনো আত্মীয়র কারনে গৃহে বিবাদের আশঙ্কা প্রবল। পারিবারিক সুখ শান্তির অবনতি ঘটবে। কর্মস্থলে কোনো ভালো সংবাদ আপনাকে আনন্দ দেবে।

কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই): আজ কর্কট রাশির বিদেশ সংক্রান্ত কাজ কর্ম শুভ। বৈদেশিক যোগাযোগ থেকে লাভবান হবেন। টেইলার্স ব্যবসায় ভালো অর্ডার পেতে পারেন। কোনো টেন্ডারের কাজের সুযোগ পেয়ে যাবেন। ছোট ভাই বোনের পরীক্ষার জন্য দূরে কোথাও যেতে হতে পারে। প্রতিবেশীর সাথে কোনো স্থাবর সম্পত্তি সংক্রান্ত আলোচনায় অগ্রগতি আশা করা যায়।

সিংহ রাশি (২১জুলাই – ২১ আগষ্ট): সিংহ রাশির দিনটি ধন লাভের জন্য অনুকূল। বহু উৎস থেকে ধনলাভের যোগ রয়েছে। খুচরা ও পাইকারী ব্যবসায়ীদের বকেয়া টাকা আদায়ের যোগ প্রবল। বিকালের পরে বাহিরে কোনো রেস্টুরেন্টে খেতে যেতে পারেন। আজ রাধুনীদের অনেক কিছু রাধতে হবে। কেননা জীবনসাথীর বন্ধুরা আপ্যায়ণে আজ আসতে চলেছে।

কন্যা রাশি (২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর): আপনার সাহস ও পরাক্রম দেখে অনেকে আপনাকে ভুল বুঝতে পারে। কোনো মহৎ কাজের উদ্দেশ্যে ঝাপিয়ে পড়ার সুযোগ পাবেন। ব্যবসায়ীক কোনো চিন্তাভাবনা বাস্তবায়নের এটাই সুবর্ণ সময়। নতুন কোনো আইডিয়া পেতে পারেন। সফটওয়ার নির্মাতাদের দিনটি চমৎকার কাটবে। গল্পকার ও ছড়াকারদের নতুন নতুন লেখার যোগ প্রবল।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২১ অক্টোবর): ব্যবসায়ীক কাজে কিছু বাধা বিপত্তি দেখা দেবে। আপনার যানবাহন ব্যয় বৃদ্ধি পাবে।পণ্য আনয়নে পরিবহন ব্যয় বৃদ্ধির আশঙ্কা। বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। বিশেষ করে বিদেশে নাগরীক হওয়ার ক্ষেত্রে আপনার প্রচেষ্টায় অগ্রগতি হতে পারে। বিকালে বা রাতে দূরের যাত্রার যোগ রয়েছে।

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর – ২০ নভেম্বর ): আপনি যদি মিডিয়া ব্যবসায়ী বা প্রকাশনার ব্যবসায়ী হয়ে থাকেন, তাহলে আপনার ব্যবসায় সাফল্য লাভের যোগ প্রবল। বন্ধুদের সাথে আজ কোথাও একত্রে ঘুরতে যেতে বা দীর্ঘসময় আড্ডা দেবার যোগ রয়েছে। কোনো বড় ভাবী বা বোনের কাছ থেকে উ্পহার বাবদ কিছু টাকা আদায় সক্ষম হবেন।

ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): সপ্তাহের শেষ কর্ম দিবস হওয়াতে জুনিয়র কর্মচারীদের কাজের চাপ বৃদ্ধি পাবে। বড় কর্মকর্তার সাথে কোনো আলোচনায় সফল হতে পারেন। বেসরকারী চাকুরেদের আর্থিক অবস্থা বলবান হয়ে উঠবে। বিদেশ থেকে কিছু ধনলাভের সুযোগ আসতে পারে। প্রভাবশালী রাজনৈতিক নেতার সাহায্য পেতে পারেন।

মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারী): বিদেশে চাকরী করতে যাওয়ার ক্ষেত্রে কিছু অগ্রগতি হতে পারে। মনে রাখতে হবে। বিদেশে যারা হার ভাঙ্গা পরিশ্রম করে দেশের আয়কে বাড়ায় তাদের জীবনে ভাগ্য উন্নতি ততোটা হয় না। ধর্মীয় ও আধ্যাত্মীক উদ্দেশ্যে কোনো স্থানে যেতে পারেন। আমদানী রপ্তাণী বাণিজ্য শুভ।

কুম্ভ রাশি (২১ জানুয়ারী – ১৮ ফেব্রুয়ারী): আপনার আর্থিক অবস্থা ভালো যাবে না। আর্থিক সঙ্কটের কারনে অপ্রত্যাশিত ঋণের জালে জড়িয়ে যেতে পারেন। পুলিশ প্রশাসনের লোকেদের কারো দ্বারা অযথা হেনস্তার সম্মূখীন হতে পারেন। শেয়ার বাণিজ্যে আজ লোকশান গুনতে হতে পারে। রাস্তাঘাটে কোনো ঝামেলায় পড়তে পারেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারী – ২০ মার্চ): ব্যবসায়ীক কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে। অংশিদারী কোনো ব্যবসায় ভালো আয় হতে পারে। বিবাহিত জীবনে কোনো কারনে সঙ্কটে পড়তে পারেন। বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে আরো সতর্ক হয়ে চলতে হবে। খুচরা ও পাইকারী ব্যবসায়ীরা ভালো আয় করতে পারবেন। জীবন সাথীর কিছু সাহায্য পেতে পারেন।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত