![নরসিংদীতে ২দিনের অভিযানে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ২](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/20/narsingdi-2-arrest-pic_106359.jpg)
নরসিংদী, ২০ অক্টোবর, এবিনিউজ : নরসিংদীতে ২দিনের অভিযানে ২টি বিদেশী পিস্তল, ১টি কাটা রাইফেল, ৬রাউন্ড গুলি ও ২হাজার ৭শত পিস ইয়াবা টেবলেট সহ ২জন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার ভোরে শহরের বীরপুর ও পলাশের কালীরহাট বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, নরসিংদী সদর উপজেলার বীরপুর এলাকার মৃত. অলিউল্লাহর ছেলে জেলার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ফোরকান (৩২) ও তার সহযোগী পলাশ উপজেলার ধনাইর চরের গোলাম কিবরিয়ার ছেলে ওহাব মিয়া (২৯)।
জেলা গোয়েন্দা পুলিশের তথ্য মতে, গতকাল বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল গাফ্ফার ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে শহরের বীরপুর এলাকার সিএনজি স্ট্যান্ডে অভিযান চালায়। সেসময় সেখান থেকে জেলার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ফোরকানকে আটক করা হয়।
ওই সময় তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ৫রাউন্ড গুলি ও ২হাজার ৭শত পিস ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়। পরে তার তথ্য অনুযায়ী তার সহযোগী একই এলাকার বিল্লালের বাড়ি থেকে ১টি কাটা রাইফেল উদ্ধার করা হয়।
আজ শুক্রবার ভোরে গ্রেফতারকৃত ফোরকানের তথ্য অনুযায়ী তার সহযোগী ওহাব মিয়াকে পলাশ উপজেলার কালীরহাট বাজার থেকে আটক করা হয়। সেসময় তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল ও ১রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল গাফ্ফার বলেন, গ্রেফতারকৃত ফোরকান একাধিক হত্যা, অস্ত্র ও মাদক মামলার আসামী। গ্রেফতারকৃত ফোরকানের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। অপরদিকে পলাশ থেকে গ্রেফতারকৃত ওহাব মিয়ার বিরুদ্ধে অস্ত্র আইনে পলাশ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এবিএন/সুমন রায়/জসিম/রাজ্জাক