![নোয়াখালীতে ভারী বর্ষণে জীবনযাত্রা ব্যাহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/21/noakhali.abnews24_106418.jpg)
নোয়াখালী, ২১ অক্টোবর, এবিনিউজ : নোয়াখালীতে টানা ভারী বর্ষণে নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। ফলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হয়েছে। এদিকে বৈরী আবহাওয়া ও নদী উত্তাল থাকায় জেলা সদরের সাথে হাতিয়ার সি-ট্রাক, লঞ্জ চলাচল সকাল থেকে বন্ধ রয়েছে।
জানা যায়, বঙ্গপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে শুক্রবার ভোর রাত থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলা সদর, বেগমগঞ্জ, সোনাইমুড়ী, চাটখিল, সেনবাগ, কোম্পানীগঞ্জ, কবিরহাট, সুবর্ণচর ও হাতিয়া উপজেলায় প্রথমে হালকা ও মাঝারি পরে বিকেল থেকে শুরু হয় টানা ভারী বর্ষণ। এতে নির্মাঞ্চল প্লাবিত হয় এবং জলাবদ্ধতা দেখা দেয়। টানা বর্ষণের ফলে মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিপাকে পড়েছেন দিনমজুর। কাজ কর্ম না করতে পেরে দুর্ভোগের শিকার হয়েছেন তারা।
এ দিকে বৈরী আবহাওয়া ও নদী উত্তাল থাকায় জেলা সদরের সাথে হাতিয়ার সি-ট্রাক, লঞ্জ চলাচল সকাল থেকে বন্ধ রয়েছে। এতে এ রুটে যাতায়াতকারী শত শত মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছে।
এবিএন/শংকর রায়/জসিম