শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

ঢাকার সঙ্গে উত্তরের রেল যোগাযোগ বন্ধ

ঢাকার সঙ্গে উত্তরের রেল যোগাযোগ বন্ধ

পাবনা, ২২ অক্টোবর, এবিনিউজ : পাবনার চাটমোহরে রেললাইনের নিচ থেকে মাটি সরে যাওয়ায় ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে। ৩ দিনের টানা বৃষ্টিতে রেললাইনের নিচ থেকে মাটি সরে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

আজ রবিবার সকাল সাড়ে ৭টার দিকে বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা ওই রুটের একটি লোকাল ট্রেন থামিয়ে দেয়। এতে ট্রেনটি দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেও ওই রুটে সাময়িকভাবে রেল চলাচল বন্ধ হয়ে যায়।

পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানিয়েছেন, নরম মাটি হওয়ায় অতি বর্ষণের কারণে রেললাইনের কিছু অংশ দেবে গেছে। অল্প সময়ের মধ্যে রেল চলাচল স্বাভাবিক হবে। জরুরি ভিত্তিতে কাজ শুরু করা হয়েছে।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত