শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • জামালপুরে জিঞ্জিরাম নদী থেকে অবৈধ বালি উত্তোলন

জামালপুরে জিঞ্জিরাম নদী থেকে অবৈধ বালি উত্তোলন

জামালপুরে জিঞ্জিরাম নদী থেকে অবৈধ বালি উত্তোলন

জামালপুর, ২২ অক্টোবর, এবিনিউজ : দেওয়ানগঞ্জের জিঞ্জিরাম নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালি উত্তোলন করা হচ্ছে। এতে হুমকির মুখে পড়েছে বসতবাড়ি-ফসলি জমিসহ পাকা সড়ক। কুমরাকান্দি গ্রামের মৃত হাজি আব্দুল হকের পুত্র রইচ উদ্দিন ও রফিকুল ইসলামের নেতৃত্বে এলাকার প্রভাবশালী মহল জিঞ্জিরাম নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালি উত্তোলন করছে। বালি উত্তোলন করায় নদীর পাড় ভেঙ্গে যাচ্ছে। হুমকীর মুখে পড়েছে এলাকার বসতবাড়ি, ফসলি জমি, আম বাগান, বিদ্যুৎ সরবরাহ সংযোগের খুঁটি এবং তারাটিয়া-কাটাখালী বাজার পাকা সড়ক।

এ ব্যাপারে কুমরাকান্দি গ্রামের ইদ্রীছ আলী সরকার জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেও নিরাপত্তাহীনে ভোগছেন। দুস্কৃতিকারী রইচ উদ্দিন ও রফিকুল ইসলাম উল্টো অভিযোগকারীকে মিথ্যা মামলায় ঝুলানোর হুমকি দিচ্ছে।

দেওয়ানগঞ্জের পাররামরামপুর ইউনিয়নের উপ-সহকারী ভুমি কর্মকর্তা ইমান আলী জানান, অভিযোগের সত্যতা পেয়েছে বালি উত্তোলন বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

এবিএন/ মো.শাহ্ জামাল/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত