শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • নরসিংদী’তে অনুশাসন নন ক্যাডার বিধিমালা জারির দাবীতে সাংবাদিক সম্মেলন

নরসিংদী’তে অনুশাসন নন ক্যাডার বিধিমালা জারির দাবীতে সাংবাদিক সম্মেলন

নরসিংদী’তে অনুশাসন নন ক্যাডার বিধিমালা জারির দাবীতে সাংবাদিক সম্মেলন

শিবপুর (নরসিংদী), ২২ অক্টোবর, এবিনিউজ : ১৬ নভেম্বর ২০১৭ তারিখের মধ্যে জাতীয়করণের লক্ষ্যে ঘোষিত বেসরকারী কলেজের শিক্ষকদের জন্য মাননীয় প্রধান মন্ত্রীর অনুশাসন নন ক্যাডার ও জাতীয় শিক্ষানীতি ২০১০ এ বর্ণিত নির্দেশনা অর্ন্তভুক্ত করে বিধিমালা জারির দাবীতে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা নরসিংদী প্রেস ক্লাবে আজ রবিবার দুপুর ১২টায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নরসিংদী প্রেস ক্লাবের সহ সভাপতি মশিউর রহমান সেলিম এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন নরসিংদী সরকারী কলেজের অধ্যক্ষ ড. আনোয়ারুল ইসলাম রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ জাকির হোসেন,দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক সাখাওয়াত হোসেন খান , বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সফিকুল ইসলাম,ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ মনিরুজ্জামান,ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ মাহমুদুল হাসান মাসুদ,রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সোহরাওয়ার্দী,গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আমানুল্লাহ, প্রেস ক্লাবের সদস্য সরকার আদম আলী প্রমুখ। বিসিএস সাধারণ শিক্ষা সমিতি নরসিংদী জেলা শাখা আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তাগণ বলেন বিসিএস ছাড়া ক্যাডার সার্ভিস নয়,শিক্ষা ক্যাডারে সকল ধরনে পাশর্^ প্রবেশ বন্ধ করতে হবে।

এবিএন/আনোয়ার হোসেন স্বপন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত