![হবিগঞ্জের খোয়াই নদীর পানি বিপদসীমার উপরে](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/22/hobigoang_abnews24 copy_106608.jpg)
হবিগঞ্জ, ২২ অক্টোবর, এবিনিউজ : কয়েকদিনের টানা বর্ষন ও পাহাড়ি ঢলে হবিগঞ্জের খোয়াই নদীর পানির বিপদসীসার ১৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, আজ রবিবার বেলা ১২ টায় মাছুলিয়া পয়েন্টে বিপদসীমার ১৭০ সেন্টিমিটার উপর দিয়ে বয়ে যায়। তবে বাল্লা সীমান্তে নদীর পানি স্থির রয়েছে। ঝুঁকিপূর্ণ বাধেঁর অংশ ইতিমধ্যে মেরামত করা হয়েছে বলে জানিয়েছে ।
এবিএন/নুরুজ্জামান ভূঁইয়া/জসিম/তোহা