শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

মানিকগঞ্জে ছিনতাইকারীর গুলিতে নিহত ১

মানিকগঞ্জে ছিনতাইকারীর গুলিতে নিহত ১

মা‌নিকগঞ্জ, ২২ অক্টোবর, এবিনিউজ : মা‌নিকগ‌ঞ্জে ছিনতাইকারীদের গুলিতে মো: নাজিমুদ্দিন (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। আজ রবিবার দুপু‌রের দিকে মানিকগঞ্জ পৌর এলাকার পশ্চিম দাশড়া কবরস্থানে পাশে ঘটনাটি ঘটে। নাজিমুদ্দিন মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের দিঘুলিয়া গ্রামের নসির আলী ব্যপারীর পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নাজিমুদ্দিন কে তিন ছিনতাইকারী ইজি বাইকের গতি রোধ করে তার কাছে থাকা ১ লাখ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার জন্য ধস্তাধস্তির এক পর্যায় তাকে দুই রাউন্ড গুলি করে পালিয়ে যায়। প‌রে ইজি বাইক চালক তা‌কে গুলিবিদ্ধ অবস্থায় মানিকগঞ্জ সদর হাসপালে নিয়ে গে‌লে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।

নিহতের ছেলে আ: জলিল জানায়, এলাকার এক পাওনাদা‌রের ১লাখ ২১ হাজার টাকা পরিশোধ করার উদ্দেশ্যে র‌বিবার মানিকগঞ্জ ইসলামী ব্যাংক থেকে তার পিতা ও মাতা ১ লাখ ২৫ পচিশ হাজার টাকা উত্তোলন করে মানিকগঞ্জ দুধ বাজার এলাকায় এসে মুদি বাজার করে বাড়ী যাওয়ার উদ্দ্যেশে পরিচিত একই এলাকার আ: সালামের ইজি বাইকে আরও যাত্রীদের সাথে বাড়ীর পথে যাত্রা করে।

পথিমধ্যে পৌর এলাকার পশ্চিম দাশড়া কবরস্থানে পাশে অাস‌লে ছিনতাইকারীরা ইজি বাইকের গতি রোধ করে তার কাছে থাকা ১ লাখ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার জন্য ধস্তাধস্তির এক পর্যায় তাকে গুলি করে পালিয়ে যায়।

মানিকগঞ্জ থানার এস আই জাকারিয়া ছিনতাইকারীর গুলিতে নিহতের ঘটনাটি নিশ্চিত করে জানায়, নিহতের শরীরের দুটি গুলির চিহ্ন দৃশ্যমান, ময়না তদন্তের জন্য লাশটি মা‌নিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এবিএন/‌মো: সো‌হেল রানা খান/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত