শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • নরসিংদীতে নিখোঁজের ৫ দিন পর মাছ ব্যাবসায়ীর লাশ উদ্ধার

নরসিংদীতে নিখোঁজের ৫ দিন পর মাছ ব্যাবসায়ীর লাশ উদ্ধার

নরসিংদীতে নিখোঁজের ৫ দিন পর মাছ ব্যাবসায়ীর লাশ উদ্ধার

নরসিংদী, ২২ অক্টোবর, এবিনিউজ : নরসিংদীতে নিখোঁজের ৫ দিন পর মানিক মিয়া (৩৮) নামে এক মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকালে সদর উপজেলার চরাঞ্চল গৌরীপুর মেঘনা নদী থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মানিক মিয়া আলোকবালী ইউনিয়নের কাজীর কান্দী গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে।

নিহতের পরিবারের লোকজন জানায়, গত মঙ্গলবার সকালে মাছ ধরাকে কেন্দ্র করে হানিফ মিয়ার গ্রুপের সাথে মানিক মিয়ার ঝগড়া হয়।এ ঘটনার পর ব্যবসায়ী মানিক নিখোঁজ হয়। নিখোঁজের ৫ দিন পর রবিবার সকালে মেঘনা নদীর গৌরীপুর এলাকায় তার মাথা ও এক হাত বিহীন লাশ দেখতে পায় স্থানীয়রা।

খবর পেয়ে পরিবারের লোকজন ব্যবসায়ী মানিকের লাশ শনাক্ত করে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, মাছ ধরাকে কেন্দ্র করে এই হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় সুমন নামে এক সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এবিএন/‌সুমন রায়/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত