![জামালপুরে মাহজাবীন খালেদ বেবী এমপি’র গণসংযোগ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/23/abnews-24.b.bb_106753.jpg)
জামালপুর, ২৩ অক্টোবর, এবিনিউজ : জাতীয় সংসদের প্যানেল স্পিকার মাহজাবীন খালেদ বেবী এমপি সরকারের উন্নয়ন জনসমক্ষে তুলে ধরতে জামালপুরের ইসলামপুরে উঠান বৈঠক ও গণসংযোগ করেছেন। তিনি গতকাল রবিবার ও শনিবার দু’দিন ইসলামপুরের পশ্চিম ভেঙ্গুড়া মোয়াজ্জেমের আড়ীর আঙ্গিানাসহ উপজেলার কুমিরদহ বাজারসহ বিভিন্ন এলাকায় উঠান বৈঠকে মিলিত হন। বেবি সেখানে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন। এসময় তিনি আরো বলেন, রাষ্ট্র পরিচালনায় শেখ হাসিনা সফল সরকার। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা প্রতীকে ভোট দিন।
এবিএন/শাহ জামাল/জসিম/তোহা