![ইসলামপুরে প্রতিবন্ধীদের মাঝে ত্রাণ বিতরণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/23/jamalpur_abnews24 copy_106754.jpg)
জামালপুর, ২৩ অক্টোবর, এবিনিউজ : জামালপুরে ইসলামপুরে ৬২০জন প্রতিবন্ধীদের মাঝে ত্রাণ বিতরণ করা হয। বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি (বিপিকেএস) এর আয়োজন করে। উপজেলা পরিষদ চত্তর থেকে গত শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম এহছানুল মামুন, এ সময় বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির ম্যানেজার (অর্থ) মনিরুজ্জামান গাজী, উপ সমন্বয়কারী সামছুল আলম তুহিন, সহকারী পরিচালক প্রশাসন আ. আজিজ খান, ইসলামপুর পরিচালক প্রশাসন মোবারক হোসেন উপস্থিত ছিলেন। ত্রাণ সামগ্রীর মধ্যে চাউল, সয়াবিন তৈল, ডাল, লবন ও শিশুদের জন্য গুড়া দুধ উল্লেখযোগ্য।
এবিএন/শাহ জামাল/জসিম/তোহা