শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

জামালপুরে নিসচা’র র‌্যালী ও সমাবেশ

জামালপুরে নিসচা’র র‌্যালী ও সমাবেশ

জামালপুর, ২৩ অক্টোবর, এবিনিউজ : জামালপুরে গতকাল রবিবার সকালে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল সাবরিন এতে সভাপতিত্ব করেন। ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম হীরা এমপি এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখওয়াতুল আলম মণি, সহকারী পুলিশ সুপার মো. ইউনূস আলী মিয়া, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, বিআরটিএ’র মটরযান পরিদর্শক জাফর আহমেদ প্রমুখ।

প্রধান অতিথি রেজাউল করিম হীরা এমপি বলেন, একজন গাড়ির চালকই নিরাপদে তার যাত্রীদের সড়কে ভ্রমন করাতে পারেন। তার অসতর্কতা বা অদক্ষতা অনেকের কান্নার কারন হিসেবে দাড়তে পারে। চালককে আরো সতর্ক ও দক্ষ করে তুলতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। যাতে চালকরা আরো সতর্ক এবং দক্ষ হতে পারেন।

সভায় বাস মালিক সমিতির নেতৃবৃন্দ,বাস চালক সমিতির নেতৃবৃন্দ, সড়ক পরিবহন শ্রমিকের নেতৃবৃন্দ, স্কাউট নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিকগণ তাদের স্বস্ব অবস্থান থেকে মুল্যবান মতামত পেশ করেন। বক্তারা সকলেই তাদের বক্তব্যে সড়ক পরিবহনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং ওইসব সমস্যা থেকে পরিত্রানের বিভিন্ন দিকও আলোচনা করেন।

একই দিন দেশে প্রথম বারের মতো জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে জামালপুর জেলা প্রশাসন ও বিআরটিএ সার্কেল আয়োজিত এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বকুলতলা মোড় থেকে বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জামালপুর জেলার বিভিন্ন স্থানে নিরাপদ সড়ক চাই (নিসচা)’র আলোচনা সভা, র‌্যালী ও সমাবেশ করেছে। নিরাপদ সড়ক চাই সংগঠন এর আয়োজন করে।

এবিএন/শাহ জামাল/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত