![মেলান্দহে নিসচার র্যালী-সমাবেশ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/23/abnews-24.b.bbbbbbbbbbbbbbb_106780.jpg)
জামালপুর, ২৩ অক্টোবর, এবিনিউজ : সাবধানে চালাবো গাড়ি-নিরাপদে ফিরবো বাড়ি এই শ্লোগানকে সামনে রেখে জামালপুরের মেলান্দহে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। নিরাপদ সড়ক চাই (নিসচা) সংগঠন এর আয়োজন করে। এ উপলক্ষে গতকাল ২২ অক্টোবর বেলা ১১টায় দলীয় কার্যালয় শাপলা মার্কেট থেকে র্যালীটি বের হয়ে মেলান্দহ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর শহীদ মিনারের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন-নিসচা’র সভাপতি এডভোকেট ফকির মজনু শাহ। বক্তব্য রাখেন-মেলান্দহ উপজেলা আ’লীগের সাবেক সভাপতি এডভোকেট ইসমত পাশা, প্রখ্যাত নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, ওসি তদন্ত টিপু সুলতান, সাবেক নয়াগর ইউপি চেয়ারম্যান মির্জা ওয়াহাব, নাংলা ইউপি চেয়ারম্যান মাহফুজুল হক মাফল, মেলান্দহ সরকারি কলেজের সাবেক ভিপি খলিলুর রহমান কমিশনার, নিসচার যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক মাস্টার, সদস্য সচিব সরকার মো: জহুরুল ইসলাম, সদস্য জিহাদ আহম্মেদ ও কবির মিয়া প্রমুখ।
এবিএন/শাহ জামাল/জসিম/তোহা