![ইসলামপুরে নিরাপদ সড়ক দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/23/jamalpur_abnews24 copy_106782.jpg)
জামালপুর, ২৩ অক্টোবর, এবিনিউজ : জামালপুরের ইসলামপুর উপজেলা শাখার উদ্যোগে গতকাল রবিবার র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ সড়ক চাই(নিসচা) ইসলামপুর উপজেলা শাখার আহ্বায়ক প্রদ্যুৎ নারায়ন দাসের সভাপতিত্বে বটতলা চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট ও পানি সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ¦ ফরিদুল হক খান দুলাল এমপি । অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান, জামালপুর জেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি মোজাহারুল ইসলাম।
উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি জেলা পরিষদ সদস্য লালমিয়া,সাংগঠণিক সম্পাদক জিয়াউল হক সরকার,ক্রীড়া সম্পাদক মো. খলিলুর রহমান,ইসলামপুর সরকারী কলেজের প্রভাষক শাহীন মিয়া,প্রীতুষ চন্দ্র সেন,সরোয়ার আজম বাবু,আবুল কাশেম,মিউজিক ফাউন্ডেশন জামালপুর জেলার সাংগঠণিক সম্পাদক দূর্লভ পোদ্দার, সাংষ্কৃতিক ব্যাক্তিত্ব আক্রাম হোসেন প্রমুখ ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন। এ ছাড়াও জেলার সরিষাবাড়ি, বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ এবং মাদারগঞ্জ উপজেলায়ও পৃথক কর্মসুচি পালিত হয়।
এবিএন/শাহ জামাল/জসিম/তোহা