শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • মাদারীপুরে বিভিন্ন ই-সেবা সম্পর্কে জনগণকে অবহিতকরণ সভা
ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে

মাদারীপুরে বিভিন্ন ই-সেবা সম্পর্কে জনগণকে অবহিতকরণ সভা

মাদারীপুরে বিভিন্ন ই-সেবা সম্পর্কে জনগণকে অবহিতকরণ সভা

মাদারীপুর, ২৩ অক্টোবর, এবিনিউজ : ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে বিভিন্ন ই-সেবা সম্পর্কে জনগণকে অবহিতকরণ ও জনগণের অংশগ্রহণকে উৎসাহিত করার লক্ষ্যে একসেস টু ইনফরমেশান (এটুআই) প্রধানমন্ত্রী কার্যালয় ও মাদারীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে প্রেসব্রিফিং আয়োজন করে জেলা তথ্য অফিস। জেলা ব্র্যান্ডিং, কিশোর বাতায়ন প্রতিযোগিতা, এবং ‘উদ্ভাবকের খোঁজে’। আজ সোমবার সাড়ে এগারটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ ওয়হিদুল ইসলাম বলেন, ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার অভিষ্ট লক্ষ্যে পোঁছতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের কার্যকর ভূমিকার মাধ্যমে সরকারের বিভিন্ন দপ্তরের ই-সেবা কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে অর্থ ও সময় সাশ্রয় এবং ভোগান্তি হ্রাসের মাধ্যমে জনগণের প্রত্যাশিত চাহিদা পূরণ করে যাচ্ছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সৈয়দ ফারুক আহমেদের সভাপতিত্বে বিফ্রিং-এ মাদারীপুর জেলার উদ্ভাবন ও উন্নয়ন কার্যক্রম চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন বিভিন্ন বক্তারা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ, স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী মলয় কুমার চক্রবতী, জেলা তথ্য অফিসার শেখ মোঃ শহিদুল ইসলাম, সাবেক পৌরসভার মেয়র নুরেআলম বাবু চৌধুরী, সাবেক উপজেলা ভাইচ চেয়ারম্যান হোমায়রা লতিফ পান্না প্রমুখ্য।

এবিএন/সাব্বির হোসাইন আজিজ/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত