শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

বাউফলে আতপ চাল নিয়ে বিপাকে ডিলাররা

বাউফলে আতপ চাল নিয়ে বিপাকে ডিলাররা

বাউফল (পটুয়াখালী), ২৪ অক্টোবর, এবিনিউজ : পটুয়াখালীর বাউফলে আতপ চাল বিক্রি না হওয়ায় বিপাকে পড়েছে ওএমএস ডিরাররা। আজ মঙ্গলবার সরেজমিনে জানা যায় ওএমএস কার্যক্রম চালু হওয়ার পর গত ২১ সেপ্টেম্বর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত দেড় মাসে ডিলাররা খাদ্য গুদাম থেকে বিশ টন আতপ চাল বিক্রির জন্য ডিউ গ্রহন করে। এ হিসেবে প্রতি ডিলারের ওএমএস কার্যক্রমের মাধ্যমে দৈনিক এক টন চাল বিক্রি করার কথা । সেখানে এক টন চাল বিক্রি করতে সময় লাগে দশ/বার দিন । মানুষ দেশী চাল খেতে অভ্যস্ত,আতপ চাল খেতে চায় না। কিছু লোক পিটা খাওয়ার জন্য আতপ চাল ক্রয় করে থাকে । তার সংখ্যাও কম। তাতে লোকসান হচ্ছে। ডিলারশীপ টিকিয়ে রাখার জন্য সরকারের সিদ্ধান্ত মানতে হয় ডিলারদের ।

এবিষয় বাউফল পৌরশহরের ৭ নং ওয়ার্ডের ওএমএস ডিলার নাসির উদ্দিন বলেন,এর আগে ওএমএস চাল বিক্রির জন্য ডিলারদের ব্যাপক আগ্রহ থাকলেও এবারের চিত্র পুরাপুরি উল্টো। মূলত তাদের লোকসান হওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে । তিনি আরো বলেন.সাধারন মানুষ আতপ চাল খেতে অভ্যস্ত না, তাই কম দামে এই চাল বিক্রি করা হলেও মানুষ কিনছে না।এতে একদিনের তোলা চাল দশ/ বার দিনে বিক্রি করতে হচ্ছে । যারা একেবারে নি¤œ আয়ের মানুষ তারাই শুধু আতপ চাল কিনছে । মধ্যবিত্তরা কিনছে পিটা বানানো ও খিচুড়ি খেতে। উপজেলায় ওএমএস চাল বিক্রির জন্য ৫ ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। ওএমএস ডিলার আনোয়ার মুন্সি দেড় মাসে সে একবার মাত্র আতপ চাল গুদাম থেকে এনে আর আনেনি। কারন জানতে চাইলে তিনি বলেন আল্লা চাল চলেনা পূজার সময়ের এক টন চাল এখনও বিক্রি করতে পারিনি। তার লোকসান হওয়ায় তিনি আর চাল গুদাম থেকে আনেননি।একই অভিযোগ অন্যান্য ডিলারদেরও।

এব্যাপারে বাউফল উপজেলা খাদ্য কর্মকর্তা আঃ ছালাম প্রতিদিনের সংবাদকে বলেন ভারত ছাড়া অন্য কোন দেশে সিদ্ধ চাল পাওয়া যায় না । কারন সারা বিশ্বে চাল উৎপাদনকারী দেশের সংখ্যা খুবই কম । তা ছাড়া আমাদের দেশের মানুষ দেশী চাল খেতে অভ্যস্ত । তাই আতপ চাল খেতে চায় না । কি করবো খাদ্য গুদামে দেশী চাল না থাকায় ডিলারদের আতপ চাল দিতে হচ্ছে । সরকারের সিদ্ধান্ত মানতে হবে । ডিলাররা গুদাম থেকে চাল না নেওয়ায় বর্তমানে বগা খাদ্য গুদামে তিনশত টন ও কালাইয়া গুদামে পাঁচশত টন আতপ চাল মজুদ আছে ।আতপ চাল নিয়ে ডিলারও বিপাকে তেমনি আমরাও বিপাকে আছি ।

এবিএন/দেলোয়ার হোসেন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত