![চিতলমারীতে পানিতে ভেসে গেছে ১০ কোটি টাকার মাছ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/24/bagerhat-photo@abnews_106939.jpg)
বাগেরহাট, ২৪ অক্টোবর, এবিনিউজ : বাগেরহাটের চিতলমারীতে অতিবৃষ্টির ও জোয়ারের পানিতে প্রায় ২ হাজার মাছের ঘের ভেসে গেছে। এতে চাষীদের ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে। মৎস্য ঘের ভেসে যাওয়ায় ঘের মালিকরা পুঁজি হারিয়ে নি:স্ব হয়ে দিশেহারা হয়ে পড়েছেন।
ঘের মালিকরা তাদের ঘেরের আইলে (উচুপাড়) জাল দিয়ে মাছ রক্ষার প্রাণপন চেষ্টা করেও পুঁজিটুকু ঠেকাতে পারেনি। ভেসে গেছে গলদা, বাগদা চিংড়ি, রুই, কাতলা, মৃগেলসহ নানা প্রজাতির মাছ। চিতলমারী উপজেলা মৎস্য অফিস এতথ্য নিশ্চিত করেছে।
ঘের ব্যবসায়ীরা জানান, চিতলমারী উপজেলার বারাসিরা বিলসহ অন্যান্য বিলে আগের থেকে পানি কিছুটা কমলেও এখনও ঘেরের আইল জাগেনি। সকল মাছের ঘের যেন একটি ঘেরে পরিণত হয়েছে। অনেকে জাল দিয়ে ঘেরের পাড় রক্ষা করার ব্যর্থ চেষ্টা করেছেন। সহায় সম্বলহারা অসহায় মাছ চাষীরা নিয়তির দোষ দিয়ে বিলাপ করছেন। এসব ক্ষতিগ্রস্থ ঘের মালিকরা আর্থিকভাবে সহযোগিতা করতে সরকারের কাছে দাবী জানিয়েছেন।
চিতলমারী উপজেলার বারাশিয়া বিলের ঘের ব্যবসায়ী মেসার্স জাহিদ ট্রের্ডাসের স্বত্তাধিকারী মোঃ জাহিদুল ইসলাম জানান, ‘ব্যাংক থেকে ঋণ নিয়ে ৮৫ বিঘা জমিতে মাছের চাষ করেছিলাম। বাগদা, গলদা, রুইসহ বিভিন্ন প্রজাতির মাছে ঘের ভরা ছিল। কিন্তু গত ৩ দিনে প্রচুর পরিমানে বৃষ্টি এবং সাথে জোয়ারের পানি বেড়ে যাওয়ায় মাছের ঘের ডুবে সব মাছ বের হয়ে গেছে। সাথে নষ্ট হয়ে গেছে ঘেরের পাড়ের সব সব্জির ক্ষেত। এমনকি ঘেরের বাসায় থাকা ৪/৫ লাখ টাকার মাছের খাবারও পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে। এতে আমার ৪০ থেকে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এখন আমি সর্বশান্ত হয়ে পড়েছি। আমাদের সরকারী ভাবে সাহায্য ও ব্যাংক থেকে সহজ শর্তে পুনঃরায় ঋণ দেয়ার জন্য সরকারের কাছে দাবী জানাই।’ একই অবস্থা হয়েছে অন্য ঘের ব্যবসায়ীদেরও। তারাও সরকারের নিকট ক্ষতি নিরুপন করে আর্থিক সহায়তা কামনা করেছেন।
চিতলমারী উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন রোববার সন্ধ্যায় এ প্রতিবেদককে জানান, দেশের মধ্যে গলদা চিংড়ি ও সাদা মাছ উৎপাদনে বাগেরহাট জেলার চিতলমারী উপজেলা অন্যতম। প্রাথমিক পরিসংখ্যানে দেখা গেছে, গত তিন দিনের ভারি বর্ষনে উপজেলার ১ হাজার ৮শ ২৩টি মাছের ঘের ভেসে গেছে। এতে চাষীদের ১০ কোটি ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। এই বিষয়ে উর্ধতন কতৃপক্ষকে জানানো হয়েছে।
এবিএন/এস এস সাগর/জসিম/রাজ্জাক