![নরসিংদীতে ট্রাকের ধাক্কায় নিহত ৩](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/24/abnews-24.bbbbbbbbbbbbbbb_106982.jpg)
নরসিংদী, ২৪ অক্টোবর, এবিনিউজ : নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কের চৈতাব নামক এলাকায় ট্রাকের ধাক্কায় একজন নারী সহ দুই মটরসাইকেল আরোহী নিহত। আজ দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার চৈতাব এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত বিল্লাল হোসেন (২৫) নারায়নগঞ্জের আড়াইহাজারের আব্দুল মান্নানের ছেলে ও অপর নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, আজ দুপুরে মাধবদী থেকে মটরসাইকেলটি নরসিংদীর দিকে যাচ্ছিল। মটরসাইকেলটি ঢাকা-সিলেট মহাসড়কের চৈতাব এলাকায় পৌঁছলে পিছন দিকে থেকে আসা একটি ট্রাক মটরসাইকেলটিকে ধাক্কা মেরে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে পাঁচদোনা পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। পাঁচদোনা পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা ইউসুফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকাবাসীর ধারণা মতে একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। তবে পুলিশের পক্ষ থেকে এখনো তা নিশ্চিত নয়। আমরা দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করেছি। লাশ উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে। উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সিদ্ধান্ত নেয়া হবে|
এবিএন/সুমন রায়/জসিম/তোহা