বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

কুলাউড়ায় স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক

কুলাউড়ায় স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক

কুলাউড়া(মৌলভীবাজার), ২৪ অক্টোবর, এবিনিউজ : মৌলভীবাজারের কুলাউড়ায় শ্বশুরালয়ে স্ত্রীর গলা কেটে হত্যা করেছে পাষন্ড স্বামী। এ সময় ঘাতককে বাঁধা দিতে গেলে শ্বাশুড়ি ও শালিকাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে আহত করেছে ওই পাষন্ড। অবশ্য হত্যাকান্ডের ৬ ঘন্টা পর ঘাতক স্বামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ৮টায় উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের আদমপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, উপজেলার আদমপুর গ্রামের তাহির মিয়ার মেয়ে ৪ সন্তানের জননী নাসিমা বেগম (৩০) নিজ পিত্রালয়ের একটি রুমে ঘুমাচ্ছিলেন। এ সময় ঘাতক স্বামী একই ইউনিয়নের লোহাতুলি গ্রামের তাজুল মিয়ার ছেলে রফিক মিয়া শ্বশুর বাড়িতে ঘুমন্ত স্ত্রীর গলা কেটে খুন করে। তাকে বাঁধা দিতে গেলে শ্বাশুড়ি ও শালিকা মলি বেগমকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় সে।

পরে স্থানীরা আহতদের উদ্ধার করে কুলাউড়া উপজেলা হাসপাতালে প্রেরণ করে। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালের চিকিৎসকরা তাদের সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।এদিকে স্ত্রীকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় স্বামী। ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষনিক বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবশেষে রাত ৩ টায় পাষন্ড স্বামী রফিককে আটক করে কুলাউড়া থানায় নিয়ে আসে। ঘাতক রফিক পেশায় চা বাগানের শ্রমিক বলে জানা গেছে। এবং তাদের ৪ সন্তান রয়েছে।

এব্যাপারে কুলাউড়ড়া থানার অফিসার ইনচার্জ মো:শামীম মুসা জানান,পুলিশ ঘটনার খবর পেয়ে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফের নেতৃত্বে কুলাউড়া থানা পুলিশ সাড়াশি অভিযান শুরু করে এবং ঘটনার ৬ ঘন্টা পর স্থানীয় এলাকাবাসীর সহযোগীতায় ঘাতক রফিককে আটক করতে সক্ষম হয় পুলিশ। লাশ পোষ্ট মর্টেমের জন্য পাঠানো হয়েছে এবং এব্যাপারে হত্যা মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

এবিএন/ময়নুল হক পবন/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত