
ঢাকা, ২৪ অক্টোবর, এবিনিউজ : এটিএন বাংলায় আগামীকাল বুধবার রাত ৮ টায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘সিনেমা হল’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন কচি খন্দকার। নাটকে অভিনয় করেছেন- মোশাররফ করিম, তারিক আনাম খান, আবুল হায়াত, ফারুক আহমেদ, চিত্রনায়ক ইমন, শর্মিলী আহম্মেদ, চিত্রলেখা গুহ্, নাদিয়া নদী, মিলন ভট্টাচার্য প্রমুখ।
সিনেমা হল। নামটা শুনলেই অনেকগুলো চরিত্র চোখের সামনে ভেসে উঠে। লাইটম্যান, গেটম্যান, টিকিট বিক্রেতা, ম্যানেজার, সুপারভাইজার, মেশিনম্যান, হলের মালিক ও তাদের পরিবার পরিজন, হলের সামনের সাইকেল স্ট্যান্ড, দোকানদার , বাদামওয়ালা এমনকি কালোবাজারী সহ নানা পেশার নানা শ্রেণির মানুষ। এসব মানুষের চরিত্রগুলোকে নিয়েই তৈরি হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘সিনেমা হল’। সিনেমা হল নাটকরে গল্পটি বর্তমান সময়ের হলেও নাটকে বারবার ফিরে যাওয়া হয়েছে সত্তরদশক অথবা আশিরদশকে যখন সিনেমা হলের ভালো সময় ছিল, সুপারহিট ছবির রমরমা ব্যবসা ছিল। তখন সিনেমা হলের কর্মচারীদের মনে সুখছিল, শান্তি ছিল সমৃদ্ধি ছিল। কালক্রমে সেই সিনেমা হল বাংলাদেশের অন্যান্য সিনেমা হলগুলোর মতো বিবর্ণ হলো, শির্ণ, রুগ্ন হয়ে উঠেছে। সিনেমা হলে দর্শক নেই ,সুপার হিট ছবি নেই, অসংখ্য সংকট আর সমস্যা।
নাটকের গল্প শুধুমাত্র সিনেমা হলের মধ্যেই সিমাবদ্ধ থাকবেনা। সিনেমাহল থেকে চলে আসবে এফডিসিতে। এখানকার হাল হকিকতও তুলে ধরা হয়েছে নাটকের মাধ্যমে। এই নাটক শুধু অতীত বা বর্তমানের নাটক নয়। ভবিষ্যতে যাতে সিনেমার বিস্তার, উন্নতি, রমরমা অবস্থা তৈরি হয়, সেই বিষয়টিও উঠে আসবে এই নাটকে।
এটিএন বাংলার বুধবারের অনুষ্ঠানসূচী
০৯টা এটিএন বাংলা সংবাদ
০৯টা ৩০মিঃ নাটকের গান নিয়ে অনুষ্ঠান, পরিচালনা- কুইন রহমান।
১০টা এটিএন বাংলা সংবাদ
১০টা ৩০মিঃ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘প্রেম প্রতিজ্ঞা’ পরিচালনা- কামরুজ্জামান।
০৩টা ০৫মিঃ ধারাবাহিক নাটক ‘মামা ভাগ্নে’ (২২) বাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা- অঞ্জন চৌধুরী।
০৩টা ৩০মিঃ ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান ‘ছবির গান’ (পর্ব-০৮) উপস্থাপনা- অরিন, পরিচালনা- নন্দিনী ইসলাম।
০৪টা ছোটদের নৃত্যানুষ্ঠান ‘ছন্দে আনন্দে’ পরিচালনা- নাহিদ রহমান।
০৪টা ৩০মিঃ সঙ্গীতানষ্ঠান ‘মিউজিক অন ডিমান্ড’ (৩৯) উপস্থাপনা- সামিয়া জাহান, পরিচালনা- নন্দিনী ইসলাম।
০৫টা চলচ্চিত্র উৎসব ২০১৭, পরিচালনা- আমজাদ কবীর চৌধুরী।
০৫টা ৩০মিঃ সরাসরি স¤প্রচারিত ইসলামী অনুষ্ঠান ‘আরএফএল কসমিক ডোর ইসলামী সওয়াল ও জবাব’ ।
০৬টা গ্রামগঞ্জের সংবাদ।
০৬টা ২০মিঃ ইংরেজী সংবাদ।
০৬টা ২৫মিঃ কৃষি বিষয়ক অনুষ্ঠান ‘পেট্রোকেম সোনালী দিন’ (পর্ব-৮৪) উপস্থাপনা ও পরিচালনাঃ মীর এমদাদ আলী।
০৭টা এটিএন বাংলা সংবাদ
০৮টা ধারাবাহিক নাটক ‘সিনেমা হল’ (০৫) রচনা ও পরিচালনা- কচি খন্দকার।
অভিনয়ে-মোশাররফ করিম, তারিক আনাম খান, আবুল হায়াত, ফারুক আহম্মেদ, চিত্রনায়ক ইমন, শর্মিলী আহম্মেদ, চিত্রলেখা গুহ্ , নাদিয়া নদী, মিলন ভট্্রাচার্য, আনোয়ার শাহী, সিদ্দিক মাষ্টার, সৈকত প্রামানিক, হিমে হাফিজ, মজিবর, আফরোজা, সূচনা, আরিফুর রহমান প্রমুখ।
০৮টা৩০মিঃ ধারাবাহিক নাটক ‘ছলে বলে কৌশলে’ (পর্ব-২৮) রচনাঃ শফিকুর রহমান শান্তনু, পরিচালনা- সাজ্জাদ সুমন।
অভিনয়ে: এটিএম শামসুজ্জামান, আরফান নিশো, ইরফান সাজ্জাদ, সানজিদা প্রীতি, নাদিয়া নদী, নাবিলা, আনন্দ খালেদ, চিত্রলেখা গুহ, রোজি সিদ্দিকি, ফারুক আহমেদ, কেএস ফিরোজ, শম্পা রেজা প্রমুখ।
০৯টা প্রতিদিনের ধারাবাহিক ‘ভালোবাসার রং’ (পর্ব-০৯) রচনা- অরিন্দম গুহ, পরিচালনা- আশিষ রায়।
অভিনয়েঃ মাহমুদ সাজ্জাদ, ডলি ইসলাম, বাবুল আহমেদ, চন্দা মাহজাবিন, শিরিন আলম, নাবিলা, সানজিদা, ইলিয়াস কাঞ্চন প্রমুখ।
০৯টা ৩০মিঃ ধারাবাহিক নাটক ‘বাবুই পাখীর বাসা’ (পর্ব-১১৯) রচনা: কাজী শহীদুল ইসলাম, পরিচালনাঃ সকাল আহমেদ।
অভিনয়েঃ রচি, শহীদুজ্জামান সেলিম, মীর সাব্বির, নাদিয়া, শ্যামল মওলা, অর্ষা, শর্মিলী আহমেদ, অলিউল হক রুমী, আইরিন আফরোজ, হীরা প্রমূখ।
১০টা এটিএন বাংলা সংবাদ
১০টা ৫৭মিঃ ধারাবাহিক নাটক ‘শুন্যতায়’ (পর্ব-৪৪) রচনা- জাকির হোসেন উজ্জল, পরিচালনা- মনিরুজ্জামান মনির।
অভিনয়ে- শহিদুজ্জামান সেলিম, আনিকা কবির শখ, নিলয় আলমগীর, নাজিয়া হক অর্ষা, কল্যান কোরাইয়া, সাব্বীর আহমেদ, মাহমুদুল ইসলাম মিঠু, কে এস ফিরোজ, সাবেরী আলম, তাসনোভা এলবিন, দীপক কর্মকার।
১১টা ৩০মিঃ ধারাবাহিক নাটক ‘নীড় খোঁজে গাঙচিল’ (পর্ব ৬৩২) রচনা ও পরিচালনাঃ মোহন খান।
অভিনয়েঃ শাহেদ শরীফ খান, মীর সাব্বির, শোয়েব, হাসান মাসুদ, আরফান, চাঁদনী, নওশিন, সাবাবা মোহন, মিতা নূর, সোমা, ফারজানা ছবি, মাহমুদজ্জামান সেলিম প্রমুখ।
১২টা সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান ‘পাওয়ার টক শো’ সরাসরি স¤প্রচার। উপস্থাপনা ও পরিচালনা- জ. ই. মামুন।
০১টা এটিএন বাংলা সংবাদ
০১টা ৩৫মিঃ প্রাণ চানাচুর নিবেদিত ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান ‘সিনে মিউজিক’ (৭৬৮)
[মূল সংবাদ- সকাল ৭টা, ১০টা, দুপুর ২টা, সন্ধ্যা ৭টা, রাত ১০টা, রাত ১টা, ভোর ৪টা। প্রতি ঘন্টার সংবাদ : সকাল ৮টা, ৯টা, ১১টা, দুপুর ১২টা, ১টা, বিকেল ৩টা, গ্রামগঞ্জের সংবাদ- সন্ধ্যা ৬টা, ইংরেজী সংবাদ সন্ধ্যা ৬.২০টা]
এবিএন/রাজ্জাক/জসিম/এআর