বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • আগৈলঝাড়ায় রাজিহার ও গৈলা ইউনিয়নে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

আগৈলঝাড়ায় রাজিহার ও গৈলা ইউনিয়নে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

আগৈলঝাড়ায় রাজিহার ও গৈলা ইউনিয়নে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

আগৈলঝাড়া (বরিশাল) , ২৫ অক্টোবর, এবিনিউজ : ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই শ্লোগানকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ও গৈলা ইউনিয়নে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার গৈলা মডেল ইউনিয়ন ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আগৈলঝাড়া থানার ওসি আ. রাজ্জাক মোল্লা, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আ. রইচ সেরনিয়াবাত, আওয়ামীলীগ নেতা আ. সাত্তার মোল্লা, শিক্ষক আবুল কালাম আজাদ, আগৈলঝাড়া থানা পুলিশের এসআই মো. মনির হোসেন, যুবলীগ নেতা সবুজ আকন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, ইউপি সদস্য কুদ্দুস মোল্লা প্রমুখ। সভায় ইউপি চেয়ারম্যান তার বক্তব্যে যেকোন মূল্যে গৈলা ইউনিয়নকে মাদকের ভয়ঙ্কর থাবা থেকে আমি মুক্ত করার অঙ্গীকার করেন। এছাড়া বাল্যবিয়ে প্রতিরোধ, আত্মহত্যার প্রবণতা রোধ, তাল বীজ রোপন, জঙ্গী ও সন্ত্রাস নির্মূলে সকলের সহযোগিতা কামণা করেন। এসময় অন্যান্যের মধ্যে আওয়ামীলীগ নেতা মজিবর সেরনিয়াবাত, ড. নীলকান্ত বেপারী, এনজিও পরিচালক কাজল দাশগুপ্ত, এসআই মোশারফ হোসেন, ইউপি সদস্য পবিত্র রাণী বাড়ৈ, শফিকুল ইসলাম টিটু তালুকদার, মশিউর সরদারসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অপরদিকে একইদিন সকালে উপজেলার রাজিহার ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান মো. ইলিয়াস তালুকদারের সভাপতিত্বে কমিউনিটি পুলিশিং সভায় বক্তব্য রাখেন আগৈলঝাড়া থানার ওসি আ. রাজ্জাক মোল্লা, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা নুরু তালুকদার, মতিউর রহমান, এনজিও পরিচালক জিএম ফারুক তালুকদার, রাংতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জ্বল কুমার মন্ডল, যুবলীগ নেতা জাকির তালুকদার প্রমুখ।

এবিএন/অপূর্ব লাল সরকার/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত