![আগৈলঝাড়ার গৈলা বাজারে ব্যবসায়ী ও প্রশাসনের মতবিনিময় সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/25/agailjhara-logo_107138.jpg)
আগৈলঝাড়া (বরিশাল) , ২৫ অক্টোবর, এবিনিউজ : বরিশালের আগৈলঝাড়ার গৈলা বাজারে ব্যবসায়ীদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গৈলা বাজারে আয়োজিত বাজার ব্যবস্থাপনা ও উন্নয়ন কমিটির সাধারণ সভায় গৈলা ইউপি চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহম্মেদ রাসেল, রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, আওয়ামীলীগ নেতা আ. সাত্তার মোল্লা, মো. জাকির হোসেন মানিক, এনজিও পরিচালক কাজল দাশগুপ্ত, ইউপি সদস্য পবিত্র রাণী বাড়ৈ, শফিকুল ইসলাম টিটু তালুকদার প্রমূখ। এ সময় বাজারের বিভিন্ন সমস্যা তুলে ধরে ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য রাখেন সুশান্ত কর্মকার, মহিৎ লাল মন্টু, দেলোয়ার আকন, রুবেল সরদার, হাবিব সরদার, বাপ্পী কর্মকারসহ বাজারের ব্যবসায়ীবৃন্দ। এসময় ব্যবসায়ীরা বাজারের পাহারা ব্যবস্থা জোরদার, পয়:নিস্কাশন ব্যবস্থা, বাজারের ময়লা আবর্জনা ফেলার নির্দিষ্ট স্থান, ঘাটলা পরিষ্কার রাখা, টয়লেটের সঠিক ব্যবহারসহ স্টল ঘরের সঠিক ব্যবহারের দাবি জানান। ব্যবসায়ীদের বক্তব্যের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহম্মেদ রাসেল ও গৈলা ইউপি চেয়ারম্যান বাজার কমিটির সভাপতি সোয়েব ইমতিয়াজ লিমন বাজারের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদসহ পর্যায়ক্রমে সমস্ত সমস্যা সমাধান করে গৈলা বাজারকে আরও আধুনিক করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এবিএন/অপূর্ব লাল সরকার/জসিম/নির্ঝর