![আগৈলঝাড়ায় ইয়াবাসহ এক ব্যকসায়ীকে গ্রেফতার](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/25/yaba-atok@abnews_107140.jpg)
আগৈলঝাড়া (বরিশাল) , ২৫ অক্টোবর, এবিনিউজ : বরিশালের আগৈলঝাড়ায় ইয়াবাসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
থানাসূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম বাগধা বাজার সংলগ্ন এলাকা থেকে সাতলা গ্রামের সহদেব রায়ের ছেলে ইয়াবা ব্যবসায়ী সঞ্জয় রায়কে ৭ পিস ইয়াবাসহ পুলিশ গতকাল মঙ্গলবার গ্রেফতার করে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গতকালই তাকে বরিশাল আদালতে সোপর্দ করা হয়েছে।
এবিএন/অপূর্ব লাল সরকার/জসিম/নির্ঝর